সুব্রত রায়, কলকাতা, আপনজন: আর জি কর কাণ্ডে মূল অপরাধের ফাঁসির দাবিতে চেতলার অহীন্দ্র মঞ্চের সামনে ধর্নায় বসেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, আমরা মিছিল করেছি আজকে আমরা ধর্নায় বসেছি। রবিবার সিবিআই যেন তাদের চার্জশিট পেশ করে। কলকাতা পুলিশ হলে আজ ৪ চার্জশিট পেশ করত।
একটা ঘটনা ঘটেছে, একটা ছেলেকে গ্রেফতার করেছে তার দোষ আছে কি নেই ? তার পিছনে কেউ আছে কি নেই? সেটা জানি না ।এটা যারা ইনভেস্টিগেশন এজেন্সি তারা বলতে পারবে। এই ঘটনাতে একটা ক্রিমিনাল কনস্পিরেন্সি আছে। ইনভেস্টিগেশনের সব দেওয়া আছে যে প্রকৃত দোষী তার ফাঁসি চাই ।ফিরহাদ হাকিম বলেন,আমরা সবাই জাস্টিসের কথা বলছি প্রকৃত দোষীর সাজা হোক । ফাঁসি হোক ।এটা আমার মতামত শুধু ফাঁসি নয়, যেটা অন্যান্য দেশে আছে জনসমক্ষে ফাঁসি হোক। সিবিআই কেন রবিবারের মধ্যে ন্যায়বিচার দিতে পারল না জানি না কিন্তু আমরা চাই তাড়াতাড়ি সাজা হোক। ম্যানপাওয়ারের তো একটা ব্যাপার আছে পুলিশ রোবট নয় যে ২৪ ঘন্টা ডিউটি দেবে।সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গুজব ছড়ানো উচিত নয়, ইনভেস্টিগেশন করতে দেওয়া উচিত। এগুলো পাপ হচ্ছে এগুলো অন্যায় হচ্ছে।
না জেনে গুজব ছড়ানো উচিত নয়, মন্তব্য মেয়রের। প্রশাসনের দিক থেকে যা যা করার আমরা করেছি কিন্তু এদিকে বলা হচ্ছে ঘুরিয়ে দিতে তৃণমূলের দোষ এই দোষ বলছে। মানুষকে বিভ্রান্ত করাটা অন্যায়। যে দোষী তাকে কোটে নিয়ে আসুক এটা ওটা কথা বলা ঠিক নয়।
অন্যদিকে, শ্যামবাজারের পর এবার সল্টলেক স্টেডিয়ামের বাইরে ১৪৪ ধারা বলবৎ করেছে পুলিশ। সল্ট লেক স্টেডিয়ামে রবিবার আগেই বাতিল করে দেওয়া হয়েছে ডার্বি ম্যাচ। কিন্তু তারপরেও সল্টলেক স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ দেখাবার অছিলায় কিছু মানুষ গোলমাল পাকানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে। তাই সেই আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয় তার জন্য উত্তর কলকাতার শ্যামবাজারের পর সল্টলেক স্টেডিয়ামের বাইরে বিস্তীর্ণ এলাকায় বিকেল ৪টে থেকে রাত ১২ টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ করলো বিধান নগর কমিশনারেট। মোবাইল ফোনে একটি কথোপকথন বিধান নগর কমিশনের পক্ষ থেকে শোনানো হয় সাংবাদিকদের। এরপর বিধান নগর কমিশনারের বর্তমান পুলিশ কমিশনার স্পষ্ট জানিয়ে দেন নতুন ১৬৩ ধারা অনুযায়ী কোন জমায়েত করা যাবে না সল্টলেক স্টেডিয়ামের বাইরে আশেপাশের চত্বরে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct