সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: আর.জি করের ঘটনার প্রতিবাদে ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দিয়েছে এসইউসিআই। বনধ সফল করতে শুক্রবার সকাল থেকে পথে নেমেছেন ওই দলের নেতা কর্মীরা। এদিন সকালে বাঁকুড়া শহরের মাচানতলায় প্ল্যাকার্ড হাতে পিকেটিং শুরু করেন এস.ইউ.সি.আই নেতারা কর্মীরা। তাঁদের ডাকা বনধের সমর্থণে স্লোগান দিতে থাকেন তাঁরা।
এস.ইউ.সি.আই বাঁকুড়া শহর লোক্যাল কমিটির সদস্য লীনা সরকার আর.জি করের ঘটনা ও পরে বুধবার রাতে ওই হাসপাতালে ভাঙ্গচুরের তীব্র নিন্দা করে বলেন, 'সরকারী মদত' ছিল বলে ঘটনার সময় পুলিশকে দেখা যায়নি। ওই দিন একের পর এক সরকারী সম্পত্তি নষ্ট করা হয়েছে। পুলিশের গাড়ি ভাঙ্গচুর হয়ছে, অথচ তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। একই সঙ্গে আর.জি করের ঘটনায় যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।
তবে স্বাভাবিকভাবে আরজিকর ইস্যুতে রাজ্য জুড়ে ঝাঁঝ বাড়াচ্ছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দল গুলো । আজ একদিকে যেমন গোটা রাজ্য জুরে SUCI এর পক্ষ থেকে বারো ঘণ্টার বন্ধ ডাকা হয়েছে তেমনি রাজ্যজুড়ে দুপুর দুটো থেকে পথ অবরোধের ডাক দিয়েছে বিজেপি নেতৃত্ব । ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় SUCI এর ডাকা বনধের মিশ্র প্রভাব পড়লেও এই প্রতিবেদন করা পর্যন্ত বাঁকুড়ায় সেই অর্থে কোন প্রভাব পড়েনি । সকাল থেকেই বাঁকুড়ায় সরকারি বেসরকারি বাস চলাচল করছে । অন্যান্য দিনের মতোই সকাল থেকেই রাস্তায় সাধারণ মানুষরা বেরিয়েছে দোকানপাটও খোলা রয়েছে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct