সাবের আলি, বড়ঞা, আপনজন: প্রকাশ্যে রাস্তার মধ্যে প্রৌঢ়কে এলোপাথাড়ি কোপ যুবকের। যা ঘিরে বুধবার সাত সকালেই বড়ঞা থানার কুলি মোড় সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আক্রান্ত প্রৌঢ়র নাম সেলিবারি মির্জা। তাঁর বাড়ি স্থানীয় কুমরাই গ্রামে। অভিযুক্ত ব্যক্তিরাও কুমরাই গ্রামের বাসিন্দা। একটি জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই হামলা বলে দাবি। পরে ঘটনাস্থলে বড়ঞা থানার পুলিস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিস একজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় তিনতালগাছ এলাকায় একটি দেড়বিঘা বির্তকিত জমি ঘিরে কুমরাই গ্রামের সেলিমবারি ও মোজাহার মির্জর সঙ্গে বহু বছরের বিবাদ। বির্তকিত ওই জমির দখল নেওয়ার জন্য দুইপক্ষই কান্দি আদালতে মামলা করেছেন। মামলাটি এখনও বিচারাধিন অবস্থায় রয়েছে। কিন্তু দুই প্রতিবেশির মধ্যে প্রায় দিনই এনিয়ে ঝামেলা বেধে যায়। যা এদিন কুলি মোড়ে প্রকাশ্যে ঘটল।
প্রত্যাদর্শিরা জানিয়েছেন, এদিন সকাল ১০টা নাগাদ ওই মোড়ের নবগ্রাম সবজি হাট সংলগ্ন রাস্তায়। মোজাহার ও সেলিমবারির মধ্যে চায়ের দোকানে ঝামেলা চলছিল। অনেকটা সময় ধরেই দুইজনের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। এই ঝামেলার খবর কোনভাবে পৌঁছে যায় মোজাহার মির্জার ছেলের কানে। এরপর অভিযুক্তর এক ছেলে সোজা বাইক নিয়ে এসে ওই চায়ের দোকানে হাজির হয়। পরে বাইকে রাখা ঝোলা থেকে একটি বড় ঝাঁপা জাতীয় ধারালঅস্ত্র নিয়ে সেলিমবারির উপর চড়াও হয়। এলোপাথারী কোপন হয় তাঁকে। ফলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর বাবা ও ছেলে ওই বাইকে চড়েই পালিয়ে যায়। পরে সেখানে পুলিস পৌঁছে আক্রান্ত প্রৌএরপর বাবা ও ছেলে ওই বাইকে চড়েই পালিয়ে যায়।
পরে সেখানে পুলিস পৌঁছে আক্রান্ত প্রৌঢ়কে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সেখানে আশঙ্কাজনক হাওয়াই বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। অবস্থায় চিকিৎসা চলছে তাঁর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct