সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: কন্যাশ্রী দিবস উদযাপন হলো মুর্শিদাবাদ জেলায়। বুধবার লালবাগ সেমিনার হল উদ্বোধনের পর সেখানেই হয় কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ জন সেরা কন্যাশ্রী যোদ্ধার হাতে পুষ্পস্তবক, শংসাপত্র ও কন্যাশ্রী কাপ তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে দেওয়ার কৃত্রিম চেক তুলে দেওয়া হয়।
কন্যাশ্রী যোদ্ধারা হলো লালবাগ মহারাজা মণীন্দ্রচন্দ্র গার্লস স্কুলের তিতাস দাস ও অরুন্ধতী চক্রবর্তী, লালগোলার শৈলজা মেমোরিয়াল গার্লস হাইস্কুলের ইয়াসমিন খাতুন, বহরমপুর গার্লস মহাকালী পাঠশালার দিশারী দাস, লালবাগ কুতুবপুর নব আদর্শ হাই স্কুলের জ্যোতি দাস।
কন্যাশ্রী প্রকল্পে ১০০ শতাংশ সফল প্রথম তিনে যেসব বিদ্যালয় আছে সেগুলি হলো যথাক্রমে, প্রথমঃ সুতি-২ ব্লকের অর্জুনপুর হাই স্কুল, দ্বিতীয়ঃ সামসেরগঞ্জের চাচন্ডা বাসুদেবপুর জালাদীপুর হাই স্কুল, তৃতীয়ঃ সামশেরগঞ্জের হাউজ নগর হাই মাদ্রাসা। একইভাবে প্রথম তিনে থাকা কলেজ গুলি হল যথাক্রমে, প্রথমঃ জঙ্গিপুর কলেজ, দ্বিতীয়ঃ লালবাগ সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজ, তৃতীয়ঃ বেলডাঙ্গার সেওনারায়ন রামেশ্বর ফতেপুর কলেজ। প্রথম তিনে থাকা প্রতিটি বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষের হাতে শংসাপত্র ও উপহার তুলে দেয় জেলা প্রশাসন। জঙ্গিপুর কলেজের অধ্যক্ষ ড. প্রার্থীতা বিশ্বাস বলেন, ‘এর আগেও আমাদের কলেজ কন্যাশ্রী প্রকল্পে জেলার সেরা নির্বাচিত হয়েছে, এবার প্রথম হওয়ায় আমরা অন্তত্য আনন্দিত।’ লালবাগ সুভাষ চন্দ্র বোস সেন্টিনারি কলেজের অধ্যক্ষ ড. সুপম মুখার্জি বলেন, ‘কন্যাশ্রীর আবেদনের ১০০ শতাংশ গ্রহণ সফল হওয়ায় ছাত্রী সংখ্যার নিরিখে আমাদের কলেজ দ্বিতীয় স্থানে আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার পেয়ে আমরা খুশি হয়েছি।’ জেলা প্রশাসনিক ব্যক্তিদের বক্তব্যের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct