নিজস্ব প্রতিবেদক, বসিরহাট, আপনজন: আরজিকর কাণ্ডে দেশজুড়ে চিকিৎসকদের কর্মবিরতি দ্বিধা বিভক্ত রাজ্যের এক অংশের জেলা হাসপাতাল কর্মবিরতি মানছে না রাজ্যের জেলার একাংশ হাসপাতাল। ভিন্নমত চিকিৎসক ও নার্সদের।মানবিক মুখ চিকিৎসক ও নার্সদের। উত্তর ২৪ পরগনার বসিরহাট স্বাস্থ্য জেলা সীমান্ত থেকে সুন্দরবনে প্রায় ১০,টি ব্লকের প্রায় ৩০ লক্ষ মানুষ এর উপর নির্ভরশীল তাদের কথা চিন্তা করে মুমূর্ষু ব্যধিতে আক্রান্ত রোগীরা যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হয় তার জন্য স্বাস্থ্য জেলা হাসপাতালে বিভিন্ন বিভাগ খোলা রয়েছে সকাল থেকে ।সেই ছবি দেখা গেল বসিরহাট জেলা হাসপাতালের বিভিন্ন বহিরবিভাগের বাইরে লম্বা লাইন। প্রান্তিক মানুষেরা এই হাসপাতালে বিভিন্ন চিকিৎসা পায়। পাশাপাশি বিনামূল্যে ওষুধও পায়। সেই কথা মাথায় রেখে নার্স ও চিকিৎসক বিভিন্ন দপ্তরের স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে হাসপাতালে যেসব বিনামূল্যে সরকারি পরীক্ষায় যুক্ত পরীক্ষকরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে বসিরহাট স্বাস্থ্য জেলা সুপার স্পেশালিটি হাসপাতাল খোলা থাকবে। রোগীদের দিবা রাত্র পরিষেবা দেবে ।এই পরিষেবা পেয়ে রীতিমতো খুশি সাধারণ রোগী থেকে মুমূর্ষ রোগীরা। তারা ধন্যবাদ দিচ্ছে হাসপাতালে চিকিৎসক ও নার্স ও অন্যান্য দপ্তরের কর্মীদের। এদিকে,আরজি করের ঘটনায় বারাসতে মৌন মিছিল করল বারাসত আদালতে মহিলা আইনজীবীরা।
আরজি করের চিকিৎসকের মৃত্যুতে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি উত্তাল। বুধবার দুপুর একটা সময় বারাসত আদালতে মহিলা আইনজীবীরা দোষীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে বারাসত আদালত চত্বরে এক মৌন মিছিলে আয়োজন করে। মিছিলে উপস্থিত ছিলেন বারাসত আদালতের সিনিয়র এবং জুনিয়র মহিলা আইনজীবীরা। অন্যদিকে,রোগীর পরিবার পরিজনদেরও তাদের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান চিকিৎসকদের।’এই মৃত্যু উপত্যকা আমার দেশ না’ উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তরফে এমন ব্যানার লাগিয়ে আরজি করের ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। সাময়িক তারা কর্মবিরতি পালন করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct