বাবলু প্রমানিক, সোনারপুর, আপনজন: ১৫ ই আগষ্ট দেশের স্বাধীনতা দিবস । সাড়ম্বরে গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে দেশের স্বাধীনতা দিবস।কলকাতার ঢিল ছোঁড়া দূরত্বে দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষ গ্রামের কোদালিয়ায় রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি। এই বাড়ির সঙ্গে সুভাষচন্দ্র বসুর নানা স্মৃতি জড়িয়ে ও রয়েছে। তিনি একাধিকবার এই বাড়িতে এসেছেন। ইংরেজদের নজর এড়িয়ে এই বাড়ির পুকুর পাড়ে ও বাগানবাড়িতে বসেছিল গুপ্ত সমিতির সভাও তিনি করেছেন। কোদালিয়ায় রয়েছে সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসু এই বাড়ি তৈরি করেছিলেন। আগে বাড়িটির সংস্কারের অভাবে ধুঁকছিল।
তবে রাজ্যের বর্তমান সরকার বাড়িটির আমূল সংস্কার ঘটিয়েছে। ঢেলে সাজানোও হয়েছে বাড়িটিকে, তবে আগের আদল রয়েছে অক্ষুন্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাড়িটিকে হেরিটেজ হিসেবে ও ঘোষণা করেছিলেন। তারপর থেকেই হেরিটেজ কমিশন ও পূর্ত দফতর বাড়িটির সংস্কারে হাত লাগায়।নেতাজি সুভাষচন্দ্র বসু অবশ্য একটানা বেশিদিন এই বাড়িতে থাকেননি। তবে মাঝেমধ্যেই তিনি এখানে আসতেন এবং খুব কাছের কয়েকজন মানুষের সঙ্গে দেখাও করতেন।
রাজ্য সরকারের উদ্যোগে কোদালিয়ায় সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িটির আমূল সংস্কার করা হয়েছে। এখানেই গড়ে তোলা হয়েছে নেতাজির স্মৃতি বিজড়িত সংগ্রহশালা। সেই সংগ্রহশালায় নেতাজির ব্যবহৃত নানা জিনিস পত্র সংরক্ষিত রয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct