আপনজন ডেস্ক: ওয়ানডে ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বাবর আজমের পরই এখন রোহিত শর্মার অবস্থান। সতীর্থ শুবমান গিলকে সরিয়ে দুইয়ে উঠে এসেছেন ভারতের অধিনায়ক রোহিত। যদিও পাকিস্তান অধিনায়ক বাবরের সঙ্গে রোহিতের রেটিং পয়েন্টের ব্যবধান এখনো ৫৯।
আজ আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে ওপেনাররাই সবচেয়ে উন্নতি করেছেন। রোহিত ছাড়াও ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ করে এগিয়েছেন তিনজন—শ্রীলঙ্কার পাতুম নিশাঙ্কা (বর্তমান অবস্থান আট), আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ (বর্তমান অবস্থান ২০) ও দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা (বর্তমান অবস্থান ৩১)। এ ছাড়া বড় লাফ দিয়েছেন নেদারল্যান্ডসের ওপেনার ম্যাক্স ও’ডাউড। সম্প্রতি আইসিসি বিশ্বকাপ লিগ ২–এর ম্যাচে কানাডার বিপক্ষে অপরাজিত ৭৯ রান করেন ও’ডাউড। সে পারফরম্যান্স দিয়ে একলাফে ১০ ধাপ এগিয়ে ৫৪ নম্বরে উঠে এসেছেন তিনি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন মুশফিকুর রহিম। তিনি আছেন ২৬ নম্বরে।
সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা-ভারত ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন রোহিত। ১৫৭ রান করেছিলেন ৫২.৩৩ গড় ও ১৪১.৪৪ স্ট্রাইক রেটে। তবে তাঁর উদ্বোধনী সঙ্গী গিলের ব্যাট সেভাবে হাসেনি। গিল করেছিলেন ৩ ম্যাচে ৫৭ রান। সেটির প্রভাব র্যাঙ্কিংয়েও পড়েছে। সেই সিরিজে লঙ্কান ওপেনার পাতুম নিশাঙ্কা করেছিলেন ১০১ রান। শেষ ম্যাচে তাঁর ৪৫ রানের ইনিংসটি ভারতের বিপক্ষে ২৭ বছর পর ওয়ানডে সিরিজ জেতাতে বড় ভূমিকা রাখে। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে চমক একটিই। ভারতের মোহাম্মদ সিরাজকে সরিয়ে প্রথমবারের মতো ৫ নম্বরে উঠে এসেছেন নামিবিয়ার বাঁহাতি স্পিনার বার্নার্ড শোলজ। তবে সবচেয়ে বেশি উন্নতি করেছেন দুনিত ভেল্লালাগে। শ্রীলঙ্কার এই তরুণ অলরাউন্ডার ভারতের বিপক্ষে সিরিজে ৭ উইকেট নেন। শেষ ম্যাচে তাঁর ক্যারিয়ার–সেরা বোলিংয়ে (৫/২৭) ভারতের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে।
সম্প্রতি ওয়েস্ট–দক্ষিণ আফ্রিকার পোর্ট অব স্পেন টেস্ট ড্র হওয়ার পর এই সংস্করণের র্যাঙ্কিংয়েও কিছুটা বদল এসেছে। দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা দুই ইনিংস মিলিয়ে ১০১ রান করে দুই ধাপ এগিয়েছেন। তাঁর বর্তমান অবস্থান ১৬। দলটির ওপেনার টনি ডি জর্জির উন্নতি চোখে পড়ার মতো। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ইনিংস ৭৮ ও দ্বিতীয় ইনিংসে ৪৫ রান করার সৌজন্যে ডি জর্জি ২৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৮৫ নম্বরে।
ওই টেস্টে ম্যাচসেরা হয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ২১ নম্বরে অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। আর ম্যাচে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার–সেরা অবস্থানে (৫৪) উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিকান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct