সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: ‘আর জি করের পাশে ভাঙড়’ এই শিরোনামে নাগরিক সমাজের পথমিছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ে। বিকাল সাড়ে ৪ টায় পথমিছিল শুরু হয় ভাঙড় থানার সামনে থেকে। বিকাল ৫ টায় ভাঙড় কলেজ মোড়-জাগুলগাছি পঞ্চায়েত মোড়-ভাঙড় হাই স্কুল হয়ে থানার সামনেই শেষ হয় মিছিল।
প্রতিবাদ মিছিল মুখরি হয়, ‘পূজোর আগে অসুর বধ ধর্ষক সব নিপাত যাক’, ‘আমার দেশে কেন আমার বোন নিরাপদ নয়’, ‘আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিবাদের আগুন’, প্রভৃতি শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ডে। মিছিলে অংশগ্রহণ করেন ভাঙড় ১ নম্বর ও ২ নম্বর ব্লকের শিক্ষার্থী-শিক্ষক-সাহিত্যিক-সাংস্কৃতিকব্যাক্তিত্ব-সমাজকর্মী-চিকিৎসক সহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
মিছিল থেকে দাবি তোলা হয় আর জি করের নির্যাতিতার প্রতি ন্যায় বিচার চাই। নির্যাতনকারীর কঠোরতম শাস্তি চাই। এছাড়াও ভাঙড়ের প্রত্যন্ত অঞ্চল গুলোর রাস্তায় সিসি টিভি ক্যামেরা ও স্ট্রিট লাইট লাগানোর দাবি ওঠে প্রশাসন ও পুলিশের কাছে।
এদিনের প্রতিবাদ মিছিলে হাঁটেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুমন দাস, সমাজ কর্মী ইন্তিয়াজ মোল্লা, শিক্ষক মোমতাজুর রহমান, পড়ুয়া চিকিৎসক লাকি পারভিন, সমাজকর্মী বাপন আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সানিয়া পারভীন, সমাজ কর্মী সওকাত মোল্লা, কবি মিলন মান্নান, কবি সাইদুল ইসলাম, সমাজকর্মী আরিফ মহম্মদ মালি, শুশ্রুষা কর্মী (নার্স) সুস্মিতা মন্ডল, ভাঙড় মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সম্পাদক তানিয়া রহমান প্রমুখ।
ভাঙড় থানার পুলিশ মিছিলে নিরাপত্তার ব্যবস্থা করে। উদ্যোক্তাদের দাবি মিছিলে প্রায় এক হাজার মানুষ হেঁটেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct