নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: বুধবার দুপুরে আরজিকর হাসপাতালে তদন্তে গেল সিবিআই টিম। ওই হাসপাতালে ৬’নম্বর গেট দিয়ে তারা গাড়ি নিয়ে প্রবেশ করে আর জি কর হাসপাতালে। ওই টিমে রয়েছেন সিবিআই অফিসারদের পাশাপাশি ফরেনসিক বিশেষজ্ঞ ও নিজস্ব ক্যামেরাম্যান। আরজিকর হাসপাতালে যে বিল্ডিং এর চারতলায় সেমিনার হলে নিহত পড়ুয়া তরুণী চিকিৎসকের মৃতদেহ পাওয়া গিয়েছিল সেখানেও তদন্তে যায় সিবিআই। ঋণ সিবিআই টিমের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেমিনার হল সংলগ্ন যে মহিলা চিকিৎসকদের বাথরুমটি সংস্কারের কাজ বন্ধ রাখা হয়েছে মাঝপথে সেই স্পটেও সিবিআই টীম পৌঁছে যায়। সেমিনার হলের বিভিন্ন স্পট থেকে তারা নমুনা সংগ্রহ করে। বিভিন্ন স্পটের ছবি তোলে তারা। এদিন আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশের হাতে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য প্রথমে সিবিআই এর অপর একটি টিম যায় জোকার ইএসআই হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসকদের বিক্ষোভ চলায় তা স্বাস্থ্য পরীক্ষা করানো সম্ভব হয় না এরপর তাকে নিয়ে যাওয়া হয় আলিপুর কমান্ডো হাসপাতালে। কিন্তু সেখানেও সেনাবাহিনীর চিকিৎসকদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় আদালতের নির্দেশ ছাড়া তারা সঞ্জয় রায় স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন না। এরপর সিবিআই টিম দ্বিতীয় সঞ্জয় রায়কে নিয়ে পৌঁছয় শিয়ালদহ রেল হাসপাতালে।এদিকে ,না জেনে প্রথমে পরিবারকে আত্মহত্যা এটা বলা অন্যায় হয়েছে আমার।আমি ওর বাবা মার সঙ্গে কথা বলিনি, আমি মেয়েটির মুখ দেখতে পারিনি অর্থাৎ দেখার মতো পরিস্থিতিতে ছিলাম না। আমি খবর পাওয়ার পর প্রিন্সিপালকে জানাই। প্রিন্সিপাল বলেন আমি ঢুকছি আমি ঘটনাটি শুনেছি।
সেমিনার হলের চাবি, ডাক্তাররাই নেন ।মাঝে মাঝে নার্সিং বিভাগও সেই সেমিনার হল ব্যবহার করেন।চেস্ট মেডিসিন বিভাগের প্রধান, অরুনাভ দত্ত চৌধুরী এই মন্তব্য করেন বুধবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে। এদিকে বুধবারও আরজি কর হাসপাতাল সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে পড়ুয়া চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ আন্দোলন অব্যাহত রয়েছে। রাজ্যের মন্ত্রী মানস ভুইয়া আবেদন জানিয়েছেন এবার সিবিআই টিম শহরে এসে পৌঁছেছে তদন্ত শুরু হয়েছে আন্দোলন স্থগিত রেখে পড়ুয়া চিকিৎসকরা কাজে যোগ দিন। কিন্তু বুধবার দুপুরে পড়ুয়া চিকিৎসকরা ইমার্জেন্সির পাশে যে গেটের সামনে অবস্থান বিক্ষোভ করছেন সেই গেট দিয়ে গাড়ি নিয়ে প্রবেশ করেনি সিবিআই এর টিম। তারা ৬ নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করেন। জানা গিয়েছে সিবিআই টিম ওই হাসপাতালে পড়ুয়া চিকিৎসকদের বয়ান রেকর্ড করবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct