আপনজন ডেস্ক: রাশিয়ার কুরস্কে ইউক্রেনীয় বাহিনীর অগগ্রতি অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতের নিয়মিত ভিডিও বার্তায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমন দাবি করেছেন। ইউক্রেনের দাবি, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার এক থেকে তিন কিলোমিটার এলাকা দখলে নিয়েছে তারা।
এক সপ্তাহ আগে হাজারের বেশি ইউক্রেনীয় সেনা রুশ সীমান্ত অতিক্রম করে কুরস্কে ঝটিকা আক্রমণ চালায়। অঞ্চলটিতে ইউক্রেনের সেনা ঢুকে যাওয়া হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার মাটিতে সবচেয়ে বড় বিদেশি সেনার আক্রমণের ঘটনা।
জানা গেছে, ইউক্রেনীয় বাহিনীর এ অভিযানের ফলে প্রায় দুই লাখ মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে রাশিয়া। ইউক্রেনীয়দের মোকাবিলায় পাঠাতে হয়েছে রিজার্ভ বাহিনী।
এক ভিডিওবার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, সেনাবাহিনী বেশ কয়েকজন রুশ যুদ্ধবন্দিদের আটক করেছে। তাদের বিনিময়ের মাধ্যমে বন্দি ইউক্রেনীয় যোদ্ধাদের মুক্ত করা যেতে পারে। একে একটি সম্প্রসারিত ‘বিনিময় তহবিল’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।
জেলেনস্কি বলেন, ‘কঠিন ও তীব্র যুদ্ধ সত্ত্বেও আমাদের বাহিনী কুরস্ক অঞ্চলে অগ্রসর হচ্ছে এবং আমাদের রাষ্ট্রের ‘বিনিময় তহবিল’ বাড়ছে। ৭৪টি বসতি ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct