আপনজন ডেস্ক: প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করছেন বিশ্বের বৃহত্তম কফি চেইন স্টারবাকসের প্রধান নির্বাহী লক্ষ্মণ নারসিমহা। তার স্থলাভিষিক্ত হচ্ছেন মেক্সিকান গ্রিল চেইন চিপোটলের প্রধান ব্রায়ান নিকোল। যদিও এ ঘটনার অনেক আগে থেকেই বড় সংকটের মধ্যে রয়েছে স্টারবাকস। বিশ্বজুড়ে বয়কটের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।
টিকটক, এক্স ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যান্য প্ল্যাটফর্মে হ্যাশট্যাগ #boycottstarbucks ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। গত মঙ্গলবার স্টারবাকসের পক্ষ থেকে প্রধান নির্বাহী লক্ষ্মণ নারসিমহার পদত্যাগের বিষয়টি জানানো হয়েছে। এক চিঠিতে প্রতিষ্ঠানটি জানায়, লক্ষ্মণ নারসিমহা প্রধান নির্বাহীর দায়িত্বে থাকাকালীন স্টারবাকসের বিক্রি কমে গেছে এবং তাদের রীতিমতো লড়াই করতে হচ্ছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকার কারণেই এমন ধসের মুখে পড়েছে এই বৃহত্তম কফি চেইন। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসনের কারণে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া আমেরিকান কফি হাউসগুলোকে বয়কট করার আহ্বান আরো জোরালো হচ্ছে। মূলত একটি চিঠির মাধ্যমেই এ পরিস্থিতির সূত্রপাত। ঐ চিঠিতে দাবি করা হয়, স্টারবাকস ইসরায়েলি সামরিক বাহিনীকে অর্থায়ন করছে। এমন খবরে ক্ষোভের জন্ম দিয়েছে। বিশেষ করে মুসলিম দেশগুলোতে ফিলিস্তিনের প্রতি সহানুভূতি বেশ তীব্র। এছাড়া পশ্চিমা অনেক দেশও এখন ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি জানাচ্ছে এবং ইসরায়েলকে এই যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হচ্ছে। স্টারবাকস একটি আমেরিকান কোম্পানি এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের কট্টর মিত্র হিসেবে পরিচিত। গাজায় ১০ মাস ধরে চলা অভিযানে ইসরায়েলকে ব্যাপক সামরিক এবং কূটনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct