আপনজন: সময় মতো হয়নি কালভার্ট। যার ফলে খড়গ্রাম ব্লকের কাঁকুরনালা বিল এলাকার টিঠিভাঙাসহ কয়েকটি গ্রাম বন্যার জলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সমস্যায় গ্রামবাসী থেকে শুরু করে স্কুলের ছাত্র ছাত্রী । অবশেষে যাতায়তের জন্য গ্রামবাসিরা নিজেদের উদ্দ্যোগে তৈরী করললেন বাঁশের সেতু।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের ঝিল্লি পঞ্চায়েত এলাকার উত্তরে রয়েছে কাঁকুরনালা বিল। ওই বিলের মাঝ বরাবর চলে গিয়েছে কাঁকুর নালার মতো ছোট্ট নদী। এটি বীরভূমে ব্রাহ্মণী নদী থেকে উৎপন্ন হয়ে কেলাই গ্রামের কাছে দ্বারকা নদীতে মিশেছে। বছরের অন্য সময়ে নালায় জল না থাকলেও বর্ষায় দু’কুল ছাপিয়ে যায়। ব্রাহ্মণী নদীত জল বাড়লেই নালা দিয়ে বিস্তীর্ণ এলাকার কৃষিজমিতে জল ঢুকে পড়ে। শনিবার থেকেই টিঠিডাঙা, কেলাই, বাবলাডাঙা, যোদপুর ইত্যাদি এলাকার কৃষিজমিতে জল ঢুকতে শুরু করেছে। অন্যদিকে কালভার্ট তৈরি না হওয়ায় কয়েকটি গ্রামও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ।
বর্ষার ভরা নালায় গ্রামের ছাত্রছাত্রীরাও স্কুলে আসতে পারছিল না। অসুস্থদের হাসপাতালে নিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছিল। সমস্যায় পড়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা।
অবশেষে সমস্যা সমাধানে যাতায়তের জন্য গ্রামবাসিরা নিজেরাই নালার উপর একটি অস্থায়ী বাঁশের সেতু তৈরির করে। সোমবার থেকে এই সেতু তৈরির কাজ শুরু হয়েছে। যদিও খড়গ্রাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই বাঁশের সেতু তৈরির জন্য অতিরিক্ত ১২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। তবে গ্রামের বাসিন্দারা বিভিন্ন এলাকা থেকে বাঁশ সংগ্রহ করে স্বেচ্ছাশ্রম দিয়ে কাঁকুর নালার উপর এই বাঁশের সেতু তৈরী করেছেন। সেতু বাঁশের সেতু পরিদর্শনে করতে মঙ্গলবার আসেন খড়গ্রাম ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলনী দাস। তার সঙ্গে কালাভার্টিও পরিদর্শন করেন যাতে দ্রুত কাজ সম্পূর্ণ করা যায়।
বাসিন্দারা জানিয়েছেন, যেখানে কালভার্ট হচ্ছে। সেখানে একটি পুরনো ভাঙা কালভার্ট আগে থেকেই ছিল। পুরনোটি ভেঙে ফেলার পর সেখানে কয়েকটি পিলার তোলা হয়েছে। এর থেকে বেশি কাজ হয়নি। তাই এই বন্যার সময়ে বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নালা পারাপার করা যাচ্ছে না। ঠিকাদার সংস্থার মালিক মুর্শেদ রহমান বলেন, ইঞ্জিনিয়ারদের তৈরি প্ল্যান এস্টিমেটে ভুল থাকায় নির্দিষ্ট সময়ে কাজ সম্পূর্ণ করা যায়নি। পরে রিভাইজড এস্টিমেট হয়েছে। যত দ্রুত সম্ভব কাজ শেষ করা হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct