আপনজন: ১ লা সেপ্টেম্বর থেকে বাড়তে চলেছে সুন্দরবন বেড়ানোর খরচ। ভ্রমণ পিপাসু বাঙালির কাছে অন্যতম পর্যটনের ডেস্টিনেশন হল সুন্দরবন। এবার সুন্দরবনের প্রবেশ মূল্যের খরচ বাড়াতে চলেছে বনদপ্তর। সূত্র মারফত জানা গিয়েছে,এতদিন সুন্দরবনে পর্যটকদের প্রবেশ মূল্য ছিল ১২০ টাকা। তা ৬০ টাকা বাড়িয়ে ১৮০ টাকা করা হবে। অন্যদিকে, সুন্দরবন টাইগার রিজার্ভ এলাকায় ভ্রমণ করতে গেলে আগের থেকে আরও বেশি প্রবেশ মূল্য দিতে হবে পর্যটক এবং বোট মালিকদের। এর জন্য ১ হাজার টাকা দিতে হবে পর্যটকদের। এছাড়া, নৌকা,লঞ্চেররেজিস্ট্রেশনের ফি আগে দেড় হাজার টাকা ছিল। তা বাড়িয়ে আড়াই হাজার টাকা করাহচ্ছে। তাছাড়া, গাইড দের প্রতিদিন বাবদ ভাড়া ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা করা হচ্ছে। যদিও, শিক্ষা প্রতিষ্ঠান বা পড়ুয়াদের জন্য প্রয়োজনে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে। আবার বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে ২৫ শতাংশ টাকা ছাড় দেওয়া হতে পারে পড়ুয়াদের বা শিক্ষা প্রতিষ্ঠানকে। উল্লেখযোগ্য, সুন্দরবনে প্রবেশ ফি বাড়ানো নিয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অফিসে বিভিন্ন বিভাগের আধিকারিকরা বৈঠক করেন। সেখানে জঙ্গল রক্ষা এবং অন্যান্য বিষয়ের সংরক্ষণ সংক্রান্ত খরচ বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। এরপরে প্রবেশ মূল্য বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। উল্লেখ্য,আট বছর পর সুন্দরবনে পর্যটকদের জন্য ফি বৃদ্ধি করা হল। এর আগে ২০১৬ সালে এই ফি বাড়ানো হয়েছিল।
এই অবস্থায় সুন্দরবনে ভ্রমণের প্যাকেজের খরচও কিছুটা বাড়বে। কতটা বাড়ানো হবে তা বিভিন্ন পর্যটন সংগঠন এবং হোটেল মালিকরা আলোচনা করে ঠিক করবেন বলে জানা গিয়েছে। আগামী ১লা সেপ্টেম্বর মাস থেকে চালু হতে চলেছে নয়া প্রবেশ মূল্যের তালিকা। প্রবেশ মূল্য যাই হোক না কেন ঘন ম্যানগ্রোভ এবং রয়েল বেঙ্গল এর দর্শন করতে রাজ্য তো বটেই দেশ-বিদেশের বহু পর্যটক এখন ভিড় জমিয়েছে সুন্দরবনে।আর তাই নতুন ফি বৃদ্ধি নিয়ে তাই মাথাব্যাথা নেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct