সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: আর জি কর মেডিক্যাল কলেজে মহিলা পড়ুয়া ডাক্তারকে ধর্ষণ ও খুনের প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার বীরভূম জেলার প্রতিটি থানা এলাকায় মিছিল, বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন কর্মসূচি পালিত হয় সিআইটিইউ এর পক্ষ থেকে। আর জি কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ এবং নিন্দায় উত্তাল হয়ে উঠেছে। নাগরিক সমাজ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, চিকিৎসক এবং রাজনৈতিক দল গুলিও রাস্তায় নেমে প্রতিবাদে সামিল।কোথাও মৌন মিছিল,কালো ব্যাজ পরিধান,কর্মবিরোতি,পথসভা,বিক্ষোভসভা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে আন্দোলনের শরীক। অনুরূপ মঙ্গলবার সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিআইটিইউ এর ডাকে রাজ্য ব্যাপী প্রতিটি থানায় বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। জেলার প্রায় প্রতিটি থানা এলাকায় বিক্ষোভ প্রদর্শন সহকারে ডেপুটেশন দেওয়া হয় বলে সংগঠনের বক্তব্য। রামপুরহাট থানা এলাকায় বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামপুরহাট ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সিআইটিইউ এর জেলা কমিটির সদস্য সঞ্জীব মল্লিক, অমিতাভ সিং প্রমুখ নেতৃত্ব। রামপুরহাট শহর জুড়ে মিছিল পরিক্রমা শেষে রামপুরহাট থানার সামনে বিক্ষোভ দেখায় এবং ডেপুটেশন দেয়। তাদের দাবি অবিলম্বে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের সঙ্গে যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার এবং উপযুক্ত শাস্তি দিতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে সি আই টি ইউ এর পক্ষ থেকে আরো বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দেন। এদিন জেলার সিউড়ি, রামপুরহাট, বোলপুর, মল্লারপুর, সদাইপুর, দুবরাজপুর, রাজনগর, মুরারই থানা এলাকার মধ্যেও বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct