সুভাষ চন্দ্র দাশ, বাসন্তী, আপনজন: তৃণমূলের জয়জয়কার। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল সমবায় সমিতির নির্বাচনে। উল্লেখ্য দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের ঝড়খালি কোষ্টাল থানার অন্তর্গত নফরগঞ্জ পঞ্চায়েতে এলাকায় রয়েছে নফরগঞ্জ সমবায় কৃষি উন্নয়ণ সমিতি লিঃ।মঙ্গলবার সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়।মোট সদস্য সংখ্যা ৯। নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিকাশ রঞ্জন প্রামানিক , মোহন মণ্ডল,সওকাত মোল্ল্যা,বাসন্তী সরদার,নবেন্দু সরদার ,অলকা গিরি,আব্দুল আলীম মোল্ল্যা,সোমনাথ সোম ও বিশ্বজিৎ মণ্ডল’রা মনোনয়ন পত্র জমা করেন। অপরদিকে নির্বাচনে বিরোধী শিবির থেকে কোন প্রার্থী মনোনয়ন পত্র জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের ৯ জন সদস্য জয়লাভ করে।
সমবায় নির্বাচনে এমন জয় প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা স্বপন পট্টনায়েক জানিয়েছেন, ‘তৃণমূলের উন্নয়নের কাছে বিরোধী শিবির ধরাশায়ী। ফলে তাঁরা প্রার্থী খুঁজে পাননি। যারফলে সমবায় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেননি।এটা মা মাটি মানুষের উন্নয়নের জয়।’
অন্যদিকে স্থানীয় অপর এক তৃণমূল নেতা রমেশ চন্দ্র মাঝি জানিয়েছেন, ‘বর্তমানে বাসন্তী ব্লকে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের জোয়ার বইছে। বিরোধীরা ছন্নছাড়া। সমবায় নির্বাচনে প্রার্থী না দেওয়ায় তৃণমূল কংগ্রেস একক ভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct