সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে রাজ্য সরকারের ‘কন্যাশ্রী’, ‘সবুজ সাথী’র মতো প্রকল্প । তার পরেও ছাত্র ছাত্রীদের স্কুলে উপস্থিতি অনিয়মিত। এই অবস্থায় ‘ড্রপ আউট’ বা ‘স্কুল ছুট’ রুখতে অভিনব উদ্যোগ ইন্দাস ব্লকের গুরুধাম শান্তাশ্রম ব্রহ্মানন্দ বিদ্যাভবন কর্তৃপক্ষের। দিনভর ওই স্কুলে দীর্ঘদিন অনুপস্থিত থাকা পড়ুয়াদের বাড়ি বাড়ি ঘুরলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্যান্য সহ শিক্ষকরা। ‘কেন স্কুলে যায়নি’ অভিভাবক ও সংশ্লিষ্ট ছাত্র ছাত্রীদের কাছ থেকে এই প্রশ্নের উত্তর জেনে নেওয়ার পাশাপাশি ফের নতুন করে পড়াশুনা শুরু করার ব্যাপারেও উৎসাহিত করেন তাঁরা। সূত্রের খবর, করোনা পরবর্ত্তী সময় থেকে বিগত কয়েক বছর ধরেই সরকারি পোষিত স্কুল গুলিতে ‘ড্রপ আউটে’র সংখ্যা বাড়ছে। মূলত পারিবারিক অর্থ নৈতিক কারণে অনেকেই পড়াশুনা ছেড়ে অর্থোপার্জনের রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। এই অবস্থায় গুরুধাম শান্তাশ্রম ব্রহ্মান্দ বিদ্যাভবন কর্তৃপক্ষের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় বলেই অনেকে জানিয়েছেন।
‘স্কুল ছুট’ এক ছাত্রের কথায়, ‘বাবা অসুস্থ, ফলে পড়া ছেড়ে কাজে যোগ দিতে হয়েছে’।
মীনা বেগম নামে এক অভিভাবক বলেন, ছেলে গত বছর থেকে স্কুলে যায়নি। শিক্ষক মহাশয়েরা বাড়িতে এসেছিলেন। পড়াশুনার পাশাপাশি যে সমস্ত সরকারী সুযোগ সুবিধা রয়েছে তা তাদের জানিয়েছেন বলে তিনি জানান।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিমেষ সেনগুপ্ত বলেন, শিক্ষা অধিকারের পর্যায়ের পড়ে, দীর্ঘ দিন অনুপস্থিত ছাত্র ছাত্রীদের বাড়িতে গিয়ে সেকথাই বুঝিয়েছি তাদের। ছাত্র ছাত্রী অভিভাবক প্রত্যেকের কাছ থেকেই বেশ ভালো সাড়া মিলেছে বলে তিনি জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct