আজিজুর রহমান, গলসি, আপনজন: গলসির গলিগ্রামের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের উপরে বইছে জল। যার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে যায় জাতীয় সড়ক। খবর পেয়ে দ্রুত পুলিশ এসে জল নিকাশীর ব্যবস্থা করে। ততক্ষণে জ্যাম প্রায় চার পাঁচ কিলোমিটার পেরিয়ে যায়। জাতীয় সড়ক কর্তৃপক্ষের খামখেয়ালী কাজের জন্য রাস্তায় জল জমেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। তারা জানান, রাস্তার কাজে ফ্লাই অ্যাশ ব্যবহার করছে ঠিকা সংস্থা। সেই ছাই গড়িয়ে রাস্তার গায়ে ড্রেনের মুখগুলি বন্ধ করে দিচ্ছে। পাশাপাশি রাস্তা খানাখন্দ হয়ে বড়বড় গর্ত হয়ছে। ফলে একটু বেশি জল হলেই রাস্তায় জল দাঁড়িয়ে যাচ্ছে। এর জন্য একদিকে যেমন হয়রানিতে পরছেন যানবহন চালকরা। তেমনি জ্যাম ছাড়াতে নাকাল হতে হচ্ছে পুলিশকে। এদিকে অতিরিক্ত বৃষ্টির জন্য গলিগ্রাম গুসকরা মোড়ের আন্ডারপাশের একটি সাইট দেওয়ালে হেল ধরেছে। মোড়ের উত্তর দিকে সাইট রাস্তার থেকে যে দেওয়াল উঠেছে সেখানেই কিছু অংশ ভিতরের দিকে হেলে গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct