অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। মৃত শিশুর পরিবারের তরফে গতকাল লিখিত অভিযোগ দায়ের করা হয়। তারপরই এদিন হাসপাতাল পরিদর্শনে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
উল্লেখ্য, গতকাল পথ দুর্ঘটনায় মৃত্যু হয় শিবম শর্মা (৮) নামে এক খুদে পড়ুয়ার। চিকিৎসক সময়মতো না আসার কারণে পথ দুর্ঘটনায় গুরুতর জখম শিশুর মৃত্যু হয়েছে বলেই অভিযোগ তোলেন মৃত শিশুর পরিবারের লোকেরা। ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃত পড়ুয়ার পরিবারের লোকেরা। এরপরই এদিন বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. সুদীপ দাস। যে সমস্ত শিক্ষকরা সময়মত হাসপাতালে আসেন না তাঁদেরকে সময়মতো হাসপাতালে আসবার বিষয় সতর্ক করেন তিনি। পাশাপাশি অভিযুক্ত ওই চিকিৎসকে শোকজ করা হয়েছে বলেই জানাগিয়েছে।
এ বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, ‘শিশুটি অত্যন্ত সংকটপূর্ণ(ক্রিটিক্যাল) অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল।তবে কিছু সমস্যা হয়তো এখানে ছিল। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক! পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে যা উঠে আসবে সেই মত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং রিপোর্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’
চিকিৎসকদের হাসপাতালে দেরি করে আসার প্রসঙ্গে জেলা মুখ্য-স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস জানান, ‘একাংশ লোকের জন্য সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এটা আমরা কোনমতেই হতে দেব না। কারণ হাসপাতালে অনেক ভালো ভালো কাজ হচ্ছে। দুই একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সরকারি হাসপাতাল সম্পর্কে খারাপ মনোভাব মানুষের মধ্যে পৌঁছবে, এটা আমি কখনো মেনে নেব না একজন স্বাস্থ্য অধিকারী হিসেবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct