আপনজন ডেস্ক: সবকিছু ঠিক হয়ে গিয়েছিল আগেই। বাকি ছিল শুধু চুক্তি সই করা। গতকাল সেটাও হয়ে গেল। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ এখন আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়। ম্যানচেস্টার সিটি থেকে ৬ মৌসুমের জন্য তাঁকে দলে ভেড়াতে ৮ কোটি ৫০ লাখ ইউরো খরচ করেছে আতলেতিকো। বাংলাদেশের মুদ্রায় অর্থের পরিমাণটা প্রায় ১০৯২ কোটি টাকা।
আলভারেজকে দলে ভেড়ানোর খবরটি এক বিবৃতিতে গতকাল দিয়েছে আতলেতিকো, ‘আর্জেন্টাইন ফরোয়ার্ডের দলবদলের বিষয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে আতলেতিকো মাদ্রিদ। তিনি ছয় মৌসুমের জন্য চুক্তি করেছেন।’
স্পেনের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আলভারেজের জন্য ট্রান্সফার ফি হিসেবে ৭ কোটি ৫০ লাখ ইউরো দেবে আতলেতিকো। এ ছাড়া বোনাস হিসেবে দেবে আরও ১ কোটি ইউরো। ২৪ বছর বয়সী আলভারেজকে ২০২২ সালে কাতার বিশ্বকাপের আগে রিভার প্লেট থেকে দলে নিতে সিটি খরচ করেছিল মাত্র ১ কোটি ৬০ লাখ ইউরো। ২০২২ সালের জানুয়ারিতে সিটিতে নাম লেখানো আলভারেজ দুই মৌসুমে ইতিহাদের ক্লাবটির হয়ে জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ। আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখা আলভারেজ এ বছর জাতীয় দলের হয়ে জিতেছেন কোপা আমেরিকার শিরোপাও।
আতলেতিকোর সঙ্গে চুক্তি সম্পন্ন করার পর সিটির সমর্থকদের কাছ থেকে আলভারেজ বিদায় নিয়েছেন ইতিহাদের ক্লাবটির ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct