আপনজন ডেস্ক: মুর্শিদাবাদের ক্ষুদেদের কীর্তিতে খুশি জেলাবাসী। আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় তাদের ঝুলিতে সোনা সহ বেশ কয়েকটি পদক এবার মুর্শিদাবাদে। ক্যারাটে প্রতিযোগিতায় সোনা ও রুপার পদক অর্জন করলো বড়ঞার কৃতী দুই সন্তান তারিক বিন আলম এবং তার দিদি আরিয়াহ বিনতে আলম এরা মায়ের চাকরি সূত্রে বহরমপুরে থাকে বাবা জানে আলম ফারাক্কা ব্লকের নুরজাহানারা স্মৃতি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক। এদের বাড়ি বড়ঞা ব্লকের মানিকপুর গ্রামে। বড়ঞার কৃতী সন্তান জানে আলমের ছেলে তারিক বিন আলম এবং তার দিদি আরিয়াহ বিনতে আলম আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সোনা ও রুপার পদক জিতেছে। ২৬-২৮ জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৮ম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ‘ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ’ ২০২৪-এ তারা নিজেদের অসাধারণ দক্ষতার প্রমাণ দিয়েছে।
সাত বছরের ছোট্ট তারিক, যিনি ইতিমধ্যে বিজ্ঞানের আন্তর্জাতিক অলিম্পিয়াডে সোনা জিতেছেন, ক্যারাটে প্রতিযোগিতায় সোনা জিতে তার মেধা ও পরিশ্রমের স্বীকৃতি পেয়েছেন। তার বোন আরিয়াহ বিনতে আলমও রুপার মেডেল জিতে তার প্রতিভার পরিচয় দিয়েছে। তাদের মায়ের নাম মাহমুদা সুলতানা, বিজ্ঞান বিভাগের শিক্ষিকা। বহরমপুরের মাউন্ট লিটারা জি স্কুলের শিক্ষার্থী তারিক ও আরিয়াহ দীর্ঘদিন ধরে স্কুলে ১০০% উপস্থিতি ধরে রেখে পুরস্কৃত হয়েছেন। তাদের ইচ্ছে তারিক বড় হয়ে ক্যারাটে খেলোয়াড়ের পাশাপাশি রোবট তৈরি করতে চান এবং আরিয়া দেশের প্রশাসনিক কোন কাজে নিযুক্ত হতে চায়, তাদের দুজনেরই প্রিয় সাবজেক্ট বাবার মত গণিত। তাদের কোচ রণদীপ সেনসি তাদের এই সাফল্যে অত্যন্ত খুশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct