আপনজন ডেস্ক: বতসোয়ানার প্রেসিডেন্ট মকগিউয়িতসি মাসিসি আজ বিকলে ছুটি ঘোষণা করেছেন দেশটিতে। আফ্রিকার দক্ষিণাঞ্চলের এই দেশকে অলিম্পিকে প্রথম সোনা জিতিয়েছেন লেতসিলে তেবোগো। প্যারিস অলিম্পিকে ২০০ মিটার স্প্রিন্টে সোনা জেতেন তিনি। তাঁকে উৎসবের মাধ্যমে বরণ করে নিতেই বতসোয়ানায় আজ অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে।
প্যারিস অলিম্পিকে সোনা ও রুপা মিলিয়ে দুটি পদক জিতেছে বতসোয়ানা। তাদের অলিম্পিক দল দেশে ফিরবে আজ। প্যারিসে তেবোগোর ব্যক্তিগত সোনা জয় ছাড়াও ছেলেদের ৪x৪০০ মিটার রিলে দৌড়ে রুপা জিতেছে বতসোয়ানা। অলিম্পিকে এ নিয়ে মোট চারটি পদক জিতল দেশটি।
গত বৃহস্পতিবার ছেলেদের ২০০ মিটার দৌড়ে যুক্তরাষ্ট্রের কেনি বেডনারেক ও নোয়াহ লাইলসকে হারিয়ে সোনা জেতেন তেবোগো। আফ্রিকান রেকর্ড ১৯ দশমিক ৪৬ সেকেন্ড সময় নিয়ে ছেলেদের ২০০ মিটার দৌড়ে প্রথম আফ্রিকান হিসেবে সোনা জেতেন ২১ বছর বয়সী এই অ্যাথলেট।
তেবোগো সোনা জয়ের পরের দিন (৯ আগস্ট) বতসোয়ানায় অর্ধদিবস ছুটি ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট মাসিসি। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, অলিম্পিক দলকে বরণ করে নিতে বিমানবন্দরে থাকবেন প্রেসিডেন্ট মাসিসি।
নামিবিয়ার ফ্রেঙ্কি ফ্রেডেরিকসের পর দ্বিতীয় আফ্রিকান হিসেবে অলিম্পিকে ছেলেদের ২০০ মিটার দৌড়ে পদক জিতলেন তেবোগো। ১৯৯৬ আটলান্টা অলিম্পিকে এই ইভেন্টে রুপা জিতেছিলেন ফ্রেডেরিকস।
২০১২ লন্ডন গেমসে অলিম্পিকে প্রথম পদকের দেখা পায় বতসোয়ানা। ৮০০ মিটার দৌড়ে রুপা জিতেছিলেন নাইজেল আমোস। ২০২০ টোকিও অলিম্পিকে ছেলেদের ৪x৪০০ মিটার রিলে দৌড়ে ব্রোঞ্জ জিতেছে বতসোয়ানা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct