দেবাশীষ পাল, মালদা, আপনজন: পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কাত্তিক ঘোষ সাইকেলে করে জনসংযোগ কর্মসূচি গ্রহণ করলেন। এ পাশাপাশি ডেঙ্গু নিয়ে তিনি সচেতন করেন। তিনি একাধিক ওয়ার্ড ঘুরে বেড়ান। পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নির্দেশ মেনে।সাইকেল চেপে জনসংযোগ যাত্রা শুরু করলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কাতিক ঘোষ। যার অঙ্গ হিসেবে মঙ্গলবার তিনি সাইকেল চালিয়ে ঘুরলেন পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড সহ জনবহুল এলাকা। প্রতিটি এলাকায় সাইকেলে ডেঙ্গু সচেতনতার বার্তা দিলেন সাধারণ মানুষকে।
ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বা বাড়ির আশপাশে জল জমতে না দেওয়া, মশারি টাঙিয়ে ঘুমানো ইত্যাদি নানান বিষয়ে সচেতন করলেন শহরবাসীকে। সেই সঙ্গে বিভিন্ন নালা, নর্দমায় জন্মানো ডেঙ্গু মশার লার্ভা ধৃৎস করতে ছাড়লেন গাপ্পি মাছ। কথা বললেন সাধারণ মানুষজনের সঙ্গে। শুনলেন তাদের অভাব-অভিযোগ ও সমস্যার কথাও।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct