আপনজন ডেস্ক: শিল্পগোষ্ঠী শ্রাচী যখন মহাডেমানের স্পন্সর হয়ে তাদের অর্থনৈতিক দশা ঘোচানোর আশা জাগানোর মাঝে শেষ রক্ষা হয়নি ডুরান্ডে। ডুরান্ড কাপ থেকে ছিটকে গেছিল মহামেডান স্পোর্টিং। যদিও নিয়মরক্ষার ম্যাচে মহামেডান ১-০ গোলে জিতে ডুরান্ড কাপ থেকে বিদায়ের ক্ষতে কিছুটা হলেও মলমের প্রলেপ দিল।ডুরান্ড কাপ মহামেডানের শুরু হয় ড্র করে। কিন্তু দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুর কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকেই বিদায় নেয় তারা। ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে শেষ ম্যাচটি ছিল মহামেডান স্পোর্টিংয়ের কাছে কার্যত নিয়মরক্ষার। আর সেই ম্যাচে ১-০ গোলে জিতল তারা। ইন্ডিয়ান নেভিকে শেষ ম্যাচে মহামেডান হারালেও সেই ছিটকেই যেতে হল ইসরাফিলদের। এদিন ম্যাচের ২৪ মিনিটে, সুজিত সিংয়ের দুরন্ত গোলে এগিয়ে যায় মহামেডান স্পোর্টিং। কর্নার থেকে ফিরতি বলে বাঁ-পায়ের বাঁকানো শটে সুজিত ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে গোল করে যান। তবে এগিয়ে গিয়েও মহামেডান স্পোর্টিং আর গোল সংখ্যা বাড়াতে পারল না।
ডুরান্ড কাপে অভিযান শেষ হয়ে গেল সাদাকালো ব্রিগেডের। আর অপরদিকে কলকাতা লিগেও খুব একটা ভালো খেলতে পারছে না মহামেডান। এবার সামনে আইএসএল। তার জন্য প্রস্তুতি শুরু করবে তারা। বুধবার সকালে শহরে পা রাখছেন দলের হেডকোচ আন্দ্রে চেরনিশভ। আগামী ১৬ আগস্ট থেকে শুরু হবে মহামেডানের অনুশীলন।
ডুরান্ডে মহামেডান সমর্থকরা অনেক আশা করছিলেন। কিন্তু তারা নিরাশ হয়েছে। শেষ ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তিশালী প্রতিপক্ষ পেয়েও ডানা মেলতে পারল না মহামেডান। নিজেদের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকেই বিদায় নেয় তারা। আর ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে শেষ ম্যাচটি ছিল মহামেডানেরর কাছে ছিল নিয়মরক্ষার। যদিও সেই ম্যাচে তারা ১-০ গোলে জিতেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct