আপনজন ডেস্ক: মুম্বাইয়ের একটি কলেজে হিজাব পরা নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দেওয়ার কয়েকদিন পর উত্তরপ্রদেশের বিজনৌর জেলার একটি কলেজে হিজাব পরা বেশ কয়েকজন মুসলিম ছাত্রীকে নিষিদ্ধ করা হয়েছে। জেলার কোতোয়ালী দেহাতের মহুয়া জনতা ইন্টার কলেজের এই ঘটনার পর কলেজ ইউনিফর্ম পরা মেয়েদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কলেজ ইউনিফর্মের সঙ্গে হিজাব পরা মেয়েরা কলেজ চত্বরের আশেপাশে অলসভাবে ঘুরে বেড়াচ্ছে। কেন তারা ক্লাসে যোগ দিচ্ছেন না, এই প্রশ্নের উত্তরে ওই ছাত্রীদের দাবি, অধ্যক্ষ শিবেন্দ্র পাল সিং তাদের কলেজ থেকে বের করে দিয়েছেন। মেয়েরা অভিযোগ করেন, এমনকি তাদের ওড়না খুলে এবং গলায় আলগা পোশাক পরে তাদের কলেজে আসতে বলা হয়েছিল। তাদের মাথায় ওড়না রাখতে এবং চুল বেঁধে রাখতে বলা হয়েছিল। সভা ঘরে প্রার্থনার পর আমাদের কলেজ থেকে বের করে দেওয়া হয়। আমাদের অভিভাবকদের সঙ্গে আসতে বলা হয়। খবরে বলা হয়, অধ্যক্ষের এই কর্মকাণ্ডে মেয়েদের অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তারা একে ধর্মীয় স্বাধীনতার ওপর হামলা এবং ধর্মীয় অধিকারের লঙ্ঘন বলে বর্ণনা করেছে। তারা স্কুল কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের ধর্মীয় অধিকারের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান।
মেয়েদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিজনৌর পুলিশ ঘটনাটি নজরে আনে। সোশ্যাল মিডিয়ায় তারা জানিয়েছেন, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিজনৌর পুলিশ জানিয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট বিজনৌর জেলা স্কুল পরিদর্শককে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। বিষয়টি সমাধানের জন্য কলেজ কর্তৃপক্ষ ও অভিভাবকদের নিয়ে বৈঠকের ব্যবস্থাও করার চেষ্টা করে পুলিশ। উল্লেখ্য, গত শুক্রবার সুপ্রিম কোর্ট মুম্বাই কলেজের হিজার নিষিদ্ধে বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct