আপনজন ডেস্ক: হিন্ডেনবার্গ অভিযোগ নিয়ে তীব্র বিতর্কের মধ্যে কংগ্রেস মঙ্গলবার ঘোষণা করেছে যে তারা সেবি প্রধান মাধবী পুরী বুচের পদত্যাগ এবং আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবিতে ২২ আগস্ট দেশব্যাপী আন্দোলন করবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সমস্ত সাধারণ সম্পাদক, রাজ্য ইউনিট প্রধান ও এআইসিসি রাজ্য দায়িত্বপ্রাপ্তদের সাথে বৈঠক করার পরে এই ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, সেবি ও আদানির মধ্যে আঁতাতের চাঞ্চল্যকর তথ্য ফাঁস হওয়ার পরও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থ বিপন্ন করা যাবে না। বৈঠকের পরে এক্স-এ একটি পোস্টে খাড়গে বলেন, মোদী সরকারকে অবিলম্বে সেবি চেয়ারপার্সনের পদত্যাগ দাবি করতে হবে এবং এ ব্যাপারে একটি জেপিসি গঠন করতে হবে।
বৈঠক নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে বেণুগোপাল বলেন, বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে সেবি প্রধানের পদত্যাগ এবং আদানি ইস্যুতে জেপিসি তদন্তের দাবিতে ২২ আগস্ট কংগ্রেস দেশব্যাপী বিক্ষোভ আন্দোলন করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct