আপনজন ডেস্ক: ২০২৫ সালে ভারত েথকে সৌদি আরবে হজ করতে যাওয়ার আবেদনপত্র চালু করল হজ কমিটি অফ ইন্ডিয়া। হজ কমিটি অফ ইন্ডিয়ার সিইইও লিয়াকত আলি আফাকি এক বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, ২০২৫ সারে হজে যাওয়ার জন্য ভারতীয় নাগরিকদের জন্য অনলাইনে আবদেনপত্র শুরু ১৩ আগস্ট থকে। আবেদন করার শেষ তারিখ ৯ সেপ্টেম্বর। হজে যেত ইচ্ছুক ব্যক্তিদের হজ কমিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে কিংবা ‘হজ সুবিধা’ অ্যাপের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। তবে, যেসব আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ ২০২৬ সালের ১৫ জানুয়ারি অবধি মেয়াদ রয়েছে তারাই কেবল আবেদন করার যোগ্য। হজযাত্রীদের সৌদি যাত্রা শুরু হবে ২৯ এপ্রিল, ২০২৫ থেকে, চলবে ৩০ মে পর্যন্ত। তবে, হজযাত্রা শেষে ভারতীয় হজ যাত্রীদের প্রত্যাবর্তন শুরু হবে ১১ জুন থেকে, চলবে ১০ পর্যন্ত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct