আপনজন ডেস্ক: কলকাতার আরজি কর হাসপাতালের দ্বিতীয় বর্ষের স্নাতকোত্তর ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের তদন্তভার মঙ্গলবার সিবিআইয়ের হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে নির্যাতিতার বাবা-মায়ের আবেদনের শুনানি চলছিল। রাজ্য পুলিশের অধীনে তদন্তের অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেঞ্চ বলেছে:
নির্যাতিতার অভিভাবকদের আশঙ্কা, এভাবে তদন্ত চলতে দিলে তা বিপথে পরিচালিত হবে। তাই তারা ব্যতীক্রমধর্মী তদন্তের জন্য প্রার্থনা করেন। আরও একটি উদ্বেগজনক দিক হল একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছিল। যখন কোনও অভিযোগ থাকে না তখনই এই জাতীয় মামলা নথিভুক্ত করা হয়। মৃত ব্যক্তি যখন একই হাসপাতালের চিকিৎসক, তখন অধ্যক্ষ কেন অভিযোগ দায়ের করেননি তা বিস্ময়কর। তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।
প্রধান বিচারপতির বেঞ্চ আরও বলে, প্রশাসন নির্যাতিতা বা তার পরিবারের সঙ্গে ছিল না। অধ্যক্ষ কোনও বিবৃতিও দেননি। তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না হলে, আমরা ভিকটিমের বাবা-মায়ের প্রার্থনা গ্রহণ করা ন্যায়সঙ্গত হবে যে প্রমাণ নষ্ট করা হবে। তাই আমরা সব পক্ষের মধ্যে ন্যায়বিচার করতে এবং জনগণের আস্থা জাগাতে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিচ্ছি। কলকাতা হাইকোর্টের নির্দেশ পেয়েসিবিআই তদন্তে নেমে পড়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct