আপনজন ডেস্ক: বিভিন্ন হাসপাতালে আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের পরিষেবা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করার আবেদন জানালেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরুপ নিগম। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য সচিব বলেন, গত ৯ অগস্টখুব খারাপ ঘটনা ঘটেছিল। রাজ্য সরকার শক্ত হাতে বিষয়টা নিয়েছে। প্রথম দিন থেকে কড়া হাতে তদন্ত করছে রাজ্য প্রশাসন। ১২ ঘণ্টার মধ্যে একজনকে গ্রেফতার করা হয়। পুলিশ কমিশনার তদন্ত করছেন প্রপারলি। মুখ্যমন্ত্রী অ্যাসিওরেন্স করেছেন যাতে প্রপার তদন্ত হয়। এই ঘটনায় বাজে এফেক্ট পড়েছে রাজ্য জুড়ে সমস্ত হাসপাতালে। আমরা হাসপাতালগুলোকে বলেছি পরিষেবা চালু রাখার জন্য। কারণ সাধারণ মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে এসে পরিষেবা পাচ্ছেন না। এতে সমস্যা তৈরি হচ্ছে। তাই পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করুন পড়ুয়া চিকিৎসকেরা এটাই আবেদন স্বাস্থ্য সচিবের। এদিকে মহিলা কমিশনের সদস্যরা মঙ্গলবার স্বাস্থ্য ভবনে যান। অন্যদিকে,
ন্যাশনাল মেডিক্যালে সন্দীপ ঘোষকে অধ্যক্ষ করায় মঙ্গলবার সকাল থেকে প্রতিবাদ জানিয়ে আন্দোলনে বসেছেন ন্যাশনাল মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষের ঘরের সামনে দরজা আটকে অবস্থান বিক্ষোভে বসেছেন জুনিয়র ডাক্তাররা। নতুন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ঘরে ঢুকতে দেবেন না তারা। তার মধ্যেই ন্যাশনাল মেডিকেলে ডাক্তারদের সাথে কথা বলতে যান রাজ্যের মন্ত্রী জাভেদ খান এবং বিধায়ক স্বর্ণ কমল সাহা। তাদের সামনে পেয়েই ক্ষোভ উগরে দেন মেডিকেল কলেজের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা । কেন গিয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজে সদ্য বদলি হওয়া অধ্যক্ষ সন্দীপ ঘোষ ১৫ দিনের ছুটি চেয়েছেন স্বাস্থ্য ভবনের কাছে। এদিকে হাইকোর্ট জনস্বার্থ মামলার শুনানিতে সন্দীপ ঘোষ কে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো উচিত বলে মত প্রকাশ করেছে। হাইকোর্টে কেস ডাই জরুরী ভিত্তিতে তলব করে শুনানি শুরু করেছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার আর জি করের ঘটনার প্রতিবাদে দেশের অন্যান্য রাজ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা প্রতিবাদে সোচ্চার হন। গোটা দেশে রাস্তায় নেমে আন্দোলন করছে পড়ুয়া চিকিৎসকরা। এমারজেন্সি পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে আন্দোলনরত চিকিৎসকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct