আপনজন ডেস্ক: আর জি কর হাসপাতালে চিকিৎসক তরুণী পড়ুয়াকে ধর্ষণ করে খুন করার দিন তার গাড়িতেও হামলা চালানো হয়। তার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছিল। ওই গাড়িতে কারা হামলা করেছিল সেই সূত্র খুঁজছে লালবাজারের গোয়েন্দারা। এই হামলার পেছনে গোয়েন্দাদের অনুমান গোটা ঘটনাটির মোটিভ ঘুরিয়ে দিতে অত্যন্ত পরিকল্পনামাফিক এই ঘটনা ঘটানো হয়েছিল। যাতে খুনের ঘটনার তদন্ত করতে গিয়ে কলকাতা পুলিশ কিছুটা বিভ্রান্তে পড়ে। হাসপাতালের গাড়ি পার্কিং চত্বরে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ এবং ওই এলাকার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীর বয়ান। সংগ্রহ করছে গোয়েন্দারা। শুধু তাই নয়, এই সূত্র ধরে হাসপাতালের চার তলার সেমিনার হলে ঘটনার যোগসূত্র মেলানোর চেষ্টা করছেন মার্ডার স্কোয়াডের অফিসাররা। কারণ ওই পড়ুয়া চিকিৎসককে খতম করতে গোটা ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ইতিমধ্যে সেরকম সূত্রই পাচ্ছেন গোয়েন্দারা। সেখানে তার গাড়িতে হামলা চালিয়ে কি গাড়ির মধ্যে থাকা কোন তথ্য নষ্ট করা হয়েছিল নাকি এই ধরনের ঘটনা ঘটিয়ে গোটা বিষয়টিকে অন্যদিকে ঘোরাতে চেয়েছিলে না তো তাই এই বিষয়গুলি যাচাই করছে লালবাজার। মঙ্গলবার লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় আরজি কর হাসপাতালের সহকারি সুপারকে। কারণ তিনি টেলিফোনে নিহত তরুণী পূর্ব চিকিৎসকের বাড়িতে খবর দিয়েছিলেন তাদের মেয়ে আত্মহত্যা করেছে বলে। এই তথ্য তিনি কারোর নির্দেশে দিয়েছিলেন নাকি অন্য কোন কারণ ছিল তা যাচাই করছে গোয়েন্দারা। তবে হাইকোর্টের নির্দেশে যেহেতু এই খুনের ঘটনাটি সিবিআই তদন্ত করবে তাই এই সব তথ্যগুলি গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে সিবিআইয়ের অফিসারদের হস্তান্তর করা হবে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct