নিজস্ব প্রতিবেদক, বারাসত, আপনজন: উত্তর ২৪ পরগনার হাড়োয়া নীড় আইডিয়াল হোমের উদ্যোগে ও আলী জাবা ন্যাশনাল ইনস্টিটিউট এর সহযোগিতায় ১৫০ জন শ্রবণশক্তি হীন প্রতিবন্ধীদের বিনামূল্যে কানের মেশিন প্রদান করা হল, এই মেশিন গুলির এক একটা বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা করে, যা দূঃস্থ মানুষদের ক্রয় করা সম্ভব নয়, তাই নীড় আইডিয়াল হোম আলী জাবা ন্যাশনাল ইনস্টিটিউট এর সহযোগিতায় সকলের মধ্যে বিনামূল্যে প্রদান করার সিদ্ধান্ত নেয়,গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কয়েক হাজার শ্রবণ শক্তি হীন প্রতিবন্ধীদের মধ্যে বিনামূল্যে প্রদান করা হয়েছে, নীড় আইডিয়াল হোম ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার কতৃক প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করা সেরা সংগঠনের স্বীকৃতি পেয়েছে, এদিনের এই বিনামূল্যে কানের মেশিন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ইমাম মোয়াজ্জিন সমিতির রাজ্য সম্পাদক হাফেজ আজিজ উদ্দিন, হাড়োয়া ব্লক ওয়েলফেয়ার অফিসার গৌতম বিশ্বাস, স্থানীয় জনপ্রতিনিধি হাফিজুল ইসলাম সহ প্রমুখ,সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন নীড় আইডিয়াল হোমের সাধারণ সম্পাদক মহঃ আবুল কালাম আজাদ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct