নিজস্ব প্রতিবেদক, বসিরহাট, আপনজন: আগ্নেয়াস্ত্র দেখিয়ে দিনের পর দিন লাগাতার বিজেপি মহিলা নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা।
বিজেপি নেত্রীর স্বামীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লাগাতার দিনের পর দিন ধর্ষণ। নেত্রীর অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা।উত্তর ২৪পরগনা বসিরহাট মহকুমার নেজাট থানার মেটে খালি এলাকার ঘটনা। বছর ২৭ এর গৃহবধূ সন্দেশখালি ১ নম্বর ব্লক এ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী সন্দেশখালি এক নম্বর ব্লকের মন্ডল সম্পাদক বছর ৩২ এর শুভঙ্কর দাস তাকে দীর্ঘদিন ধরে জোরপূর্বক ধর্ষণ করে যাচ্ছে ওই নির্যাতিতা। প্রথমে রাজ্য নেতাদের কাছে জানালে কোন লাভ হয়নি। তারপর নেজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিজেপি নেতা শুভঙ্করের বিরুদ্ধে। বিজেপি নেত্রীর অভিযোগ তার স্বামীকে একাধিকবার আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁকে ধর্ষণ করেছে ওই বিজেপি নেতা। অভিযোগ শারীরিক অবস্থা অবনতি হলে বাধ্য হয়ে নেজাট থানায় বিজেপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ বিজেপি নেতা শুভঙ্কর দাসকে গ্রেফতার করে। বসিরহাট মহকুমা আদালতে বিজেপি নেতাকে পেশ করে তদন্তের স্বার্থে দশদিনের পুলিশ হেফাজত নেওয়ার আবেদন জানানো হয়। এই নিয়ে সোচ্চার হয়েছে শাসক দল। উত্তর চব্বিশ পরগনার এসসি ওবিসি সেলের তৃণমূলের সাধারণ সম্পাদক সুরেশ মন্ডল বলেন, যেখানে প্রধানমন্ত্রী বলছেন বেটি পড়াও বেটি বাঁচাও সেখানে তাহলে দলের নেতারাই তাদের ধর্ষণ করছেন এটা ওদের সংস্কৃতি। দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া দরকার । নির্যাতিতা বিজেপি নেত্রীর বসিরহাট স্বাস্থ্যজেলায় তার মেডিকেল পরীক্ষা হয়েছে ।
পাশাপাশি বসিরহাট মহকুমা আদালতের কাছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গোপন জবানবন্দী দিয়েছেন তিনি। অন্যদিকে, স্বরূপনগর থানার বাংলানি গ্রাম পঞ্চায়েতের তেতুলিয়া গ্রামের ঘটনা ।বছর ২৪- এর সুজিত গোলদার পেশায় শ্রমিক ।ঘরে কেউ না থাকার কারণে বছর ৩৫ এর প্রতিবন্ধী মহিলার ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে পুরো বিষয়টা পরিবারকে জানায়। ওই নির্যাতিতা স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে যুবক সুজিত গোল্লারকে গ্রেফতার করে পুলিশ ।তাকে সোমবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। নির্যাতিতা মহিলার বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে মেডিকেল পরীক্ষা করা হয়। যুবক সুজিত গোলদারকে পুলিশে হেফাজতের নেওয়ার আবেদন জানায় আদালতের কাছে স্বরূপনগর থানার পুলিশ ।পাশাপাশি ওই নির্যাতিতার ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি নেওয়া হয় সোমবার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct