আজিম শেখ, মল্লারপুর, আপনজন: শিব ভক্তদের জন্য শ্রাবণ মাস ও শ্রাবণের সোমবার অত্যন্ত বিশেষ। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। এই দিনে শিবের আরাধনা করাকে সর্বোত্তম মনে করা হয়। ধর্মীয় ধারণা অনুযায়ী শ্রাবণ মাসের সোমবারে নিয়ম মেনে শিবের অভিষেক, মন্ত্রোচ্চারণ করলে মহাদেব প্রসন্ন হন। আজ শ্রাবণ মাসের শেষ সোমবারে রাশি অনুযায়ী শিবের অভিষেক করলে সমস্ত মনস্কামনা পূর্ণ করেন মহাদেব। পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের উপবাস করা হবে শুক্লপক্ষের সপ্তমী তিথিতে। মানুষের সাথে মানুষের পাশে স্বেচ্ছাসেবীর পক্ষ থেকে শিব ভক্তদের প্রসাদ ও খিচুড়ির জলের ব্যবস্থা করলেন মল্লারপুরে। এদিন বীরভূম জেলার মোড়েশ্বর ১ নম্বর ব্লকের মল্লারপুরে শিব মন্দিরে হাজার হাজার ভক্ত আসেন জল ঢালতে। আর সকল ভক্তদের জন্য পানীয় জলের ব্যবস্থা পাশাপাশি প্রসাদ খিচুড়ি ব্যবস্থা করলেন মানুষের পাশে মানুষের সাথে স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার আমিনুল ইসলাম। প্রায় ১০ থেকে ১২ হাজার ভক্তদের এই ব্যবস্থা করলেন মানুষের সাথে মানুষের পাশে স্বেচ্ছাসেবি সংস্থা। এলাকার মানুষের বক্তব্য অনুযায়ী এরকম উদ্যোগে সম্প্রীতির নজির গড়লেন বীরভূমের মল্লারপুর শিবমন্দিরে। এরকম পরিষ্কার পেয়ে খুশি ভক্তরাও।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct