সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: সোমবার অন্যান্য বছরের মতো বীরভূম ও পশ্চিমবর্ধমান জেলার বহু মহিলা ও পুরুষ তীর্থযাত্রীদের জেলার খয়রাশোল থানার ভীমগড় লাগোয়া অজয় নদের ঘাটে বাঁকে জল নেওয়ার উদ্দেশ্যে রবিবার সন্ধা থেকে ভীড় জমাতে থাকেন। পরবর্তীতে এখান থেকে দুবরাজপুর, বক্রেশ্বর সহ পশ্চিম বর্ধমান জেলার পান্ডেবেশ্বর ও অন্যান্য স্থানে অবস্থিত শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা হন।উল্লেখ্য গত দুটি সোমবার ব্যাপক ভীড় লক্ষ্য করা যায় উক্ত এলাকা জুড়ে।সেই প্রেক্ষিতে খয়রাশোল বিডিও স্থানীয় কেন্দ্র গড়ে পঞ্চায়েত,খয়রাসোল পঞ্চায়েত সমিতি ও থানার আধিকারিকদের নিয়ে ব্লক স্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সেখানের সিদ্ধান্ত মোতাবেক গত তিন দিন ধরে উক্ত এলাকায় রাস্তা সংস্কার,লাইট,মাইকিং
,চিকিৎসা পরিষেবা,ডুবুরি সহ প্রয়োজনীয় সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় পুন্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে।সতর্কতা অবলম্বন হিসেবে অজয় নদের কিনারায় ব্যারিকেড দেওয়া,ডুবুরি রাখা,আলোর ব্যাবস্থা,মাইকের মাধ্যমে প্রচার সহ নানান ব্যাবস্থা করা হয়েছে।তাছাড়াও গভীর জলে যাতে পূন্যার্থীরা যেতে না পারে তার জন্য জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী সেই সাথে রয়েছে সিভিক ভলান্টিয়ারগন। রবিবার সন্ধ্যা থেকেই অজয় ঘাট এলাকায় পূণ্যার্থীদের জন্য সমস্ত রকম নিরাপত্তার দিক গুলি খতিয়ে দেখতে সরজমিনে উপস্থিত হন দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর শুভাশিস হালদার,খয়রাশোল থানার থানার ও সি সেখ কাবুল আলি,খয়রাশোল পঞ্চায়েত সমিতির সদস্য তথা ব্লক তৃনমুল কংগ্রেস কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার গায়েন সহ অন্যান্যরা।বিশেষ উল্লেখ্য পূণ্যার্থীদের জন্য নিরাপত্তা জনিত ব্যাবস্থা গুলি এবছর প্রথম চালু হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানা যায়।একান্ত সাক্ষাৎকারে সেই কথা বিস্তারিত ভাবে শোনালেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামল কুমার গায়েন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct