মোল্লা মুয়াজ ইসলাম, সেহারাবাজার, আপনজন: দ্বীন এবং দুনিয়ার মিশ্রণে আধুনিক শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে তৈরি হয়েছে ডিএমসি । হাওড়াতে এই কলেজ তৈরি করে গোটা রাজ্যে পথ দেখিয়েছে সংখ্যালঘু মহিলাদের। যে কলেজে ভর্তি হতে গেলে মিনিমাম যোগ্যতা লাগবে উচ্চমাধ্যমিক পাস । যেখানে পাঠক্রম হচ্ছে কোরআন, হাদিস, আকাইদ, মাসায়েল ,ইসলামী তরবিয়ত, উর্দু, আরবি ভাষা শিক্ষা । জেনারেল লাইন এর কোর্স থাকবে কম্পিউটার, হোম ম্যানেজমেন্ট ,নিউট্রিশন, বেসিক হেলথ সাইন্স এবং টিচিং মেথডলজি । আগামী দিনের মহিলারা যাতে সঠিকভাবে সন্তানদের লালন পালন করতে পারে ইসলামী তরবিয়েতের সঙ্গে। ফ্যামিলির মানুষদের পুষ্টিকর খাবার পরিবেশন করতে পারবে এবং তারা নিজেদের কর্মসংস্থানও করে নিতে পারবে। কম্পিউটারে যেসব কাজ বাড়িতে বসে করা সম্ভব সেসব কাজ করেও দু পয়সার রোজগারের মুখ দেখবে । এই রকম বহুমুখী কর্মকাণ্ড নিয়ে সেহারা বাজারে হতে চলেছে দ্বীনিয়াত মুয়াল্লেমা কলেজ । এই দিনে তো মুয়াল্লেমা কলেজটির সম্পূর্ণরূপে হাওড়া ডিএমসি কলেজ তত্ত্বাবধানে পরিচালিত হবে । সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট তার বহুমুখী কর্মকান্ড দ্বারা গোটা জেলা রাজ্য তথা দেশের দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রহমানিয়া আল আমিন মিশন অল্প কিছুদিনের মধ্যে রাজ্যে শিক্ষায় ছাড়া ফেলেছে। এবার সেই রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ও হাওড়া ডিএমসি কলেজের তত্ত্বাবধানে শুরু হতে চলেছে দ্বীনিয়াত মুয়াল্লেমা কলেজ । এই কলেজের মাধ্যমে সংখ্যালঘু মহিলাদের সামাজিক মান উন্নয়ন, কর্মসংস্থান ও উন্নত জীবন পদ্ধতি গ্রহণ করার ব্যবস্থাপনা করা হয়েছে । দ্বীনি তিনি শিক্ষার সঙ্গে সঙ্গে আধুনিক শিক্ষার মেলবন্ধন করে যাতে একটা মহিলা নিজের স্বাবলম্বী হয়ে নিজের কর্মসংস্থান ব্যবস্থা করতে পারে তার সঙ্গে পরবর্তী প্রজন্মকে সুষ্ঠুভাবে সন্তানকে প্রতিপালিত করতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে। এই কোর্সের মধ্যে যেমন আধুনিক শিক্ষার বিভিন্ন কোর্স আছে কম্পিউটার বিজ্ঞান ও মহিলাদের পুষ্টিগুণ সম্বন্ধে সচেতন করা এবং সাধারণ চিকিৎসা বিষয়ে তাদেরকে পারদর্শী করা এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে এই কলেজের পাঠ্যসূচির মধ্যে আছে। সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজী কুতুব উদ্দিন ও ট্রাস্টের কর্মকর্তারা সেই উপলক্ষে হাওড়ার ডিএমসি কলেজের কর্মকর্তারা সেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশন পরিদর্শন করেন এই পরিদর্শনে উপস্থিত হয়েছিলেন সংস্থার জেনারেল সেক্রেটারি শেখ হায়দার আলী প্রাক্তন প্রধান শিক্ষক রুহুল আমিন, মুরসালিন, আসিফ, সিদ্দিকা সহ হাওড়ার ডিএমসি কলেজের অনেক কর্মকর্তারা। সেহারা বাজারের ব্যবস্থাপনা দেখে তারা সন্তোষ প্রকাশ করেন। কর্মকর্তারা বলেন খুব শীঘ্রই সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ছাত্রী ভর্তি সহ কার্যক্রম শুরু করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct