নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনায় জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি মসিহুর রহমান সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলেন, সাংস্কৃতিক রাজধানী বলে কথিত কলকাতা শহরের নামী এক মেডিক্যাল কলেজে এ ধরণের অমানবিক ও পৈশাচিক কাজ জনসাধারণকে ব্যথিত ও স্তম্ভিত করেছে।
এই নিন্দনীয় ঘটনায় প্রমাণিত হল নারীদের সম্মান রক্ষা, তাদের ইজ্জত-সম্ভ্রম ও নিরাপত্তার বিষয়টি সমাজে ঝুঁকিপূর্ণ রয়েই গেছে। শুধু তাই নয়, অপরাধের সঙ্গে মাদকাসক্তির যোগসূত্রটিকে এড়িয়ে যাবার উপায় যে নেই –এই ঘটনা থেকে আবারও প্রমাণিত হল। দেশ ও রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণ ও খুনের ঘটনা কমার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিবর্জিত শিক্ষা-ব্যবস্থা এর জন্য কম দায়ী নয়। লাগামহীন স্বাধীনতা, স্বেচ্ছাচারী জীবন-যাপন ও বস্তুবাদী মানসিকতা এই সব বিপর্যয়ের জন্য দায়ী। নারী-পুরুষ উভয়কে মর্যাদা দিয়ে মানবজাতির স্রষ্টা পৃথিবীতে পাঠিয়েছেন। সুস্থ জীবন চর্চার জন্য নৈতিকতার স্থায়ী মানদন্ড ও মূল্যবোধ দিয়েছেন। তাঁর প্রদত্ত নৈতিক শিক্ষা ও চিন্তাধারা থেকে বিচ্যুতির ফলে সমাজ কঠিন বিপর্যয়ের মধ্যে পড়েছে।
আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসককে ধর্ষণ ও খুনের জন্য আমরা গভীরভাবে শোকাহত। এই ঘৃণ্য কাজে যারাই জড়িত তাদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মেডিক্যাল কলেজের প্রশাসনিক গাফিলতি কতটা বিদ্যমান তা খতিয়ে সরকারকে দেখতে হবে। ঘটনার অভিসন্ধি ও রহস্যকে উন্মোচিত করতে হবে।
ধর্ষিতা ও মৃতার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়। এই পরিবার যাতে সুবিচার পায় তার দাবী জানাচ্ছি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct