মোহাম্মদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: সংখ্যালঘুদের আবাস যোজনার ঘরকে কেন্দ্র করে তুলকালাম নলহাটি ২ নম্বর ব্লক অফিসে। সংখ্যালঘুদের কতগুলি ঘর এসেছে তা জানতে চেয়ে সোমবার বিকেলে বিরোধীরা বিডিওর কাছে জানতে গেলে শাসক বিরোধী তুলকালাম বেধে যায়। এদিন বিরোধী দলের নেতাদের ডেকে বিষয়টি নিয়ে আলোচনায় বসেন বিডিও। কিন্তু বিরোধীদের অভিযোগ তাদেরকে ডেকে বিডিও তাদের সদ উত্তর দিতে পারেননি। বিরোধী দলনেতা কালাম শেখ বলেন, আমরা জানতে চেয়েছি কতটি বাড়ি এসছে। সেই সঙ্গে কাদের দেওয়া হয়েছে তাদের তালিকা জানতে চেয়েছি। কিন্তু বিডিও তার সদ উত্তর না দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। সেই সময় বিষয়টি খোলসা করে বিডিওর কাছে জানতে চেয়ে বিষয়টি নিয়ে চেপে ধরেন বিরোধী দলের সদস্য তাইজুদ্দিন মন্ডল ওরফে মধু। সেই ঘটনাকে কেন্দ্র করে বচসা চরমে ওঠে। এদিকে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে নলহাটি থানার লোহাপুর ফাঁড়ির পুলিশকে ডেকে পাঠান বিডিও। একই সঙ্গে খবর পেয়ে ছুটে আসেন এলাকার তৃণমূল নেতা ও কর্মীরা। কংগ্রেস নেতা তাইজদ্দিন মন্ডলের অভিযোগ তৃণমূল নেতা ও কর্মীরা বিডিওর সামনে তাকে হেনস্থা করেছেন। সেই সঙ্গে শাসক বিরোধী ধস্তাধস্তি হয় বলে অভিযোগ করেন। যদিও তৃণমূল নেতৃত্বের মধ্যে কুদরতে খোদা স্বপন তিনি জানান তাইজউদ্দিন মন্ডল অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। একই ভাবে তৃণমূল নেতা মহ: সেলিম তিনি অভিযোগ করেন তাইজদ্দিন মণ্ডল মধ্যপ অবস্থায় বিডিওর সঙ্গে কথা বলছিলেন। তা দেখে ভিডিওর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বের হন। এই অভিযোগের তীব্র প্রতিবাদ করে ওঠেন তাইজউদ্দিন মন্ডল। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি জেলা প্রশাসনকে জানান। সেই সঙ্গে তিনি দাবি করেন তার এবং বিডিওর দু’জনের একই সঙ্গে শারীরিক রক্তের নমুনা পরীক্ষা করা হোক। তাহলে স্পষ্ট হয়ে যাবে কে মদ্যপ অবস্থায় ছিল। তিনি অভিযোগ করেন বিডিও সরকারি দপ্তর চলাকালীন সেখানে মদ্যপ অবস্থায় ছিলেন। এই অভিযোগের ভিত্তিতে বিডিও রজত রঞ্জন দাস তিনি কোন মন্তব্য করতে চাননি। আমরা তার কাছে অভিযোগের কথা জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে চলে যান। অন্যদিকে ব্লক অফিসের বাইরে তৃণমূল কর্মীরা আক্রমণ করবেন বলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন বিরোধীরা। সেই আতঙ্কে তারা বিরোধী দলনেতার ঘরে বন্দি অবস্থায় থাকেন। প্রায় ঘন্টা তিনেক বন্দির পরে পুলিশ প্রহরায় ব্লক অফিস থেকে তাদের বের করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct