নকীব উদ্দিন গাজী, ডায়মন্ডহারবার, আপনজন: ২০১৭ সালে ডায়মন্ড হারবার থানার বুনর হাটের বাসিন্দা ইমরান শেখ তার প্রথম পক্ষের স্ত্রী নেত্রড়ার বাসিন্দা সায়মা বিবিকে খুন করে দেহ লোপাটের চেষ্টায় অভিযুক্ত হয়। সোমবার ডায়মন্ড হারবার ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোটের বিচারক ধিমান বর্মন ৩৬৪,৩০২, ২০১ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেন ।সরকারি আইনজীবী দিলীপ কুমার গাযেন জানান ২০১৭ সালে সায়মা বিবিকে নির্যাতনের অভিযোগে ইমরানের বিরুদ্ধে ডায়মন্ডহারবার এসিজেম আদালতে বধূ নির্যাতনের মামলা হয়। এরপর ইমরান স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক স্থাপনের অচিলায় বুঝিয়ে বকখালিতে নিয়ে যায় ,সেখানে একটি লজে ওঠে দুজনে। পরদিন সমুদ্র সৈকতে ঘুরতে নিয়ে গিয়ে, একটি নির্জন জঙ্গলের মধ্যে নিরাপদ স্থানে ঠান্ডা মাথায় খুন করে ,তার দেহে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়। সায়মার শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায় এরপর মৃতদেহ বালিতে পুঁতে দেয় ইমরান, পরে পুলিশ প্রশাসন ওই মৃতদেহ উদ্ধার করে বকখালি এলাকা থেকে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দিয়ে ওই স্থান থেকে সায়মার দেহ উদ্ধার করে খুনের মামলা রুজু করে ইমরানের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে আইনি প্রক্রিয়া চলার পর সোমবার অভিযুক্ত ইমরানের যাবজ্জীবন সাদা ঘোষণা হয়। এই বিচার হওয়ায় মৃত গৃহবধুর পরিবারের লোকজন খুশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct