নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া, আপনজন: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনার বিক্ষোভ আছড়ে পড়ল উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।সারা রাজ্য জুড়ে আরজি করের ডাক্তারির পড়ুয়াকে খুনের ঘটনায় কর্মবিরতি পালন করছেন সিনিয়র রেসিডেন্টটিয়াল ও
জুনিয়র চিকিৎসকরা। সোমবার কর্মবিরতি পালনের পাশাপাশি একটি প্রতিবাদ মিছিল বের করেন।যেখানে চিকিৎসকের পাশাপাশি এমবিবিএস পাঠরত পড়ুয়া এবং নার্সিং কলেজ হাসপাতালের পাঠরত ছাত্র-ছাত্রীরা।এ বিষয়ে আন্দোলনকারী চিকিৎসক ডাঃ শুভদীপ বোস ও ডাঃ অয়ন মুখার্জী বলেন, “আমরা চাই আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনতে হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।এছাড়া উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নজরদারি, নিরাপত্তা বাড়ানো, চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা ও হাসপাতালে কর্মী নিয়োগ করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।তা না হলে আমাদের আন্দোলন চলবে বলে জানান।তিনি আরও জানান,আমরা ইমারজেন্সি পরিষেবা চালু রেখেছি,তবে আউটডোর পরিষেবা পুরোপুরিই বন্ধ রাখছি যতদিন না পর্যন্ত আমাদের সমস্যার সমাধান হয়।
এছাড়াও মহিলা চিকিৎসকেরাও আরজি করের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও নিরাপত্তা বাড়ানোর দাবী তোলেন। চিকিৎসদের কর্মবিরতি প্রসঙ্গে উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডাঃ অগ্নিহত্রী ভট্টাচার্য জানান,”জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে আমাদের হাসপাতালের চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়নি।সিনিয়র চিকিৎসকেরা আমাদের পূর্ণ সহযোগিতা করে চিকিৎসার পরিষেবা চালিয়ে যাচ্ছেন।তবে জুনিয়র চিকিৎসকদের দাবীমতো আমরা নিরাপত্তার বিষয়ে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আশা করছি দ্রুত এ বিষয়ে নিরাপত্তার সুনিশ্চিত করা যাবে।এছাড়াও পাশাপাশি সিসিটিভি বসানোর কাজ দু’এক দিনের মধ্যেই শুরু হয়ে যাবে।অন্যদিকে আর জি কর কান্ডের প্রতিবাদে কর্ম বিরতিতে বসলেন হাওড়ার মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ডাক্তাররা।আউটডোর পরিষেবা বন্ধ।ডাক্তাদের অবস্থান গেটের সামনে।তবে ইমার্জেন্সী পরিষেবা চালু রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct