আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: বোলপুর মহকুমা প্রশাসনিক ভবনে আজ রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দনাথ সিনহার নেতৃত্বে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এই আলোচনা সভার মূল উদ্দেশ্য বোলপুর শহরকে যানজট মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কারণ এর আগেই মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন শহর ও যানজট মুক্ত । তাই আজ ফুটপাতে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা নিয়ে জরুরি বৈঠক মন্ত্রীর। এই বৈঠকে ভার্চুয়াল উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক বিধান রায়। এর আগে ও বোলপুর পৌরসভায় একটি বৈঠক হয়েছিল তাতে বেশ কিছু সমস্যার সমাধান হয়েছে। আজকে পুনরায় বোলপুর মহকুমা প্রশাসনিক ভবনে এই বৈঠকের মূল লক্ষ্য সামনে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। দুর্গোৎসব এর আগেই যাহাতে ফুটপাত ব্যবসায়ী দের পুনর্বাসন করা যায় সেই নিয়ে চিন্তাভাবনা। মন্ত্রী জানান যদিও এই কাজ অনেকটাই এগিয়ে গেছে আমরা বোলপুর শহরে এখন ১১ টি মার্কেটের জায়গা চিহ্নিতকরণ করেছি। এই জায়গাগুলি দ্রুত কাজ শুরু হবে এবং হকারদের পুনর্বাসন দেওয়া হবে। পরে আরো জায়গা চিহ্নিত করে সেগুলি কাজ শুরু হবে। বোলপুর শহরকে আরো উন্নতমানের সাজিয়ে তোলা লক্ষ্যে বোলপুর পৌরসভা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এছাড়া শান্তিনিকেতন সংলগ্ন এলাকায় কবিগুরু মার্কেট নিয়েও চিন্তা ভাবনা চলছে যাহাতে ওই মার্কেটটি ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়া যায়। মন্ত্রী জানান বর্তমান বিশ্বভারতী ভারপ্রাপ্ত উপাচার্যের সঙ্গে আলোচনা চলছে যে কিভাবে সমস্যা সমাধান করা যায়। আশা করি সকলের প্রচেষ্টায় সমস্যার সমাধান হবে। এদিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ সহ বোলপুরের ওয়ার্ড কাউন্সিলর , পৌরসভার আধিকারিকেরা, বোলপুর শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ, পূর্ত দপ্তর ,ভূমি দপ্তর ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct