এম মেহেদী সানি, দেগঙ্গা, আপনজন: মুসলিম সমাজকে অবিভক্ত রাখতে এবং সার্বিক কল্যাণের লক্ষ্যে অনুষ্ঠিত হলো ইসলামিক সেমিনার ৷ উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গার সোহাইতে ‘দি ড্রিমার’স ফাউন্ডেশন আয়োজিত ওই আলোচনা সভায় মুসলিম সমাজকে সমৃদ্ধশালী করতে এবং প্রত্যেক মুসলিমের পরকালের জীবনকে সুন্দর করতে উপস্থিত বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন ৷ সংস্থার সভাপতি বিশিষ্ট ডাক্তার সাহানুর মন্ডলের তত্ত্বাবধানে বিগত কয়েক বছর ধরে দি ড্রিমার’স ফাউন্ডেশন সবাইকে সাথে নিয়ে শিক্ষণ, স্বাস্থ্য এবং কর্মসংস্থান ইত্যাদি কে লক্ষ্য বানিয়ে সমাজের সার্বিক উন্নতির জন্য কাজ করে চলেছে । তারই অংশ হিসেবে এ দিনের আলোচনা সভা ৷
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভার সূচনা করেন আরশাদুল হক ৷ সূরা ফাতিহার মার্মার্থ বিশ্লেষণ করেন শাইখ রুহুল কুদ্দুস নদভী ৷ সচেতনতার বার্তা দিয়ে আখেরাতের জীবনচিত্র নিয়ে আলোচনা করেন মাওলানা আব্দুল্লাহ আল মাসুম ৷ সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্যের পাশাপাশি মানুষের সামাজিক এবং ধর্মীয় জীবন কেমন হবে তা ব্যাখ্যা করেন বিশিষ্ট ডাক্তার সংস্থার সভাপতি বিশিষ্ট ডাক্তার সাহানুর মন্ডল ৷ পবিত্র কোরআনের বানী স্মরণ করিয়ে দিয়ে সকলকে আল্লাহর রুজ্জু মজবুতভাবে আঁকড়ে ধরে দলাদলি না করার পরামর্শ দেন তিনি, পাশাপাশি উত্তম পন্থায় ইসলামী দাওয়াতের পদ্ধতি নিয়েও ব্যাখ্যা করেন সাহানুর ৷ মুসলিম উম্মাহ যেভাবে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে সমাজের সর্বস্তরে কেমন হীনবল হয়ে পড়েছে তা নিয়ে উপস্থিত বিশিষ্টজনেরা সংশয় প্রকাশ করেন ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct