নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা সোমবার কলকাতায় আসেন। জাতীয় মানবাধিকার কমিশনের ২ জন প্রতিনিধি আর জি কর কাণ্ডের তদন্তে শহরে পা রাখেন। তারা লাল বাজারে গিয়ে কলকাতা পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠকও করেন। রেখা শর্মার আর জি কর কাণ্ডে কলকাতায় সফরকে রাজনৈতিকভাবে নিশানা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা রেখা পাত্রের দিকে অভিযোগ ছুঁড়ে দিয়ে বলেন, তিনি যখন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন ছিলেন সেই সময় সন্দেশখালি কাণ্ডে রাজ্যের শাসক দলের ভাবমূর্তি নষ্ট করতে টাকা বিতরণ করে যেভাবে ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল তাতে যুক্ত ছিলেন ছিলেন তিনি। সন্দেশখালি কান্ডে নির্বাচনের আগে যে ধরনের মন্তব্য তিনি করেছিলেন তা ছিল পক্ষপাত মূলক। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন থাকাকালীন তার যা ভূমিকা ছিল তা ছিল কেন্দ্রের একটি রাজনৈতিক দলকে খুশি করার পদক্ষেপ মাত্র। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের দায়িত্বে থাকাকালীন মনিপুর কান্ড ঘটেছিল। সেখানকার মহিলারা তার কাছে আর্জি জানিয়েছিল। কিন্তু তিনি একবারও মনিপুর পরিদর্শনে যাননি। তিনি বেছে বেছে যে রাজ্যগুলিতে বিজেপির ক্ষমতায় নেই ,সেখানেই নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন গেরুয়া শিবিরকে খুশি করতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct