সেখ মহম্মদ ইমরান, কেশপুর, আপনজন: জেলার মধ্যে সবথেকে বেশি বাল্যবিবাহ হওয়ার ঘটনা কেশপুর ব্লকে। তাই এই বাল্যবিবাহ আটকাতে বড় উদ্যোগ শুরু হলো কেশপুরে। সোমবার কেশপুরের ছয় নম্বর জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সচেতনতা শিবিরের আয়োজন হলো ছাত্র-ছাত্রীদের নিয়ে। স্থানীয় কোঙরের আয়মা উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে সোমবার দুপুরের পর এই সচেতনতা শিবিরের আয়োজন হয়। যেখানে উপস্থিত হয়েছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা ছাড়াও যুগ্ম বিডিও সৌমিক সিংহ, কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গরাই ও অন্যান্যরা। ছাত্র-ছাত্রী সকলকেই বোঝানো হয়েছে বাল্যবিবাহ কতটা ক্ষতিকারক। এই প্রসঙ্গে কেশপুরের জয়েন্ট বিডিও সৌমিক সিংহ বলেন, এটা শুধু ছাত্র-ছাত্রীদের বোঝালে হবেনা, আমরা অভিভাবক ও সমস্ত স্তরকে সচেতন করার চেষ্টা চালাচ্ছি। অবিলম্বে এই বাল্যবিবাহ বন্ধ না করতে পারলে সামাজিক সমস্যা তৈরি হবে। আমরা চূড়ান্তভাবে সচেতনতার প্রচার শুরু করছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct