নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: বাংলাদেশের সর্ব বৃহত্তম ব্যাঙ্ক সোনালী ব্যাঙ্ক ভারতে ব্যাবসা শুরু করে ১৯৭৪ সালে সেপ্টেম্বর মাস থেকে। কলকাতায় লেনিন সরণিতে রয়েছে সেনালি ব্যাঙ্কের শাখা। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নির্দেশ দেয় যে সোনালী ব্যাঙ্ক সমস্ত কর্মকর্তা, কর্মচারীদের জন্য অন্যান্য ব্যাঙ্ক ন্যায় সার্ভিস কন্ডিশন গঠন করতে। এ বিষয়ে সোনালী ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, দেশের সমস্ত আইন এবং প্রচলিত ব্যাঙ্ক সার্ভিস রুল মেনে চলতে রিজার্ভ ব্যাঙ্ক নির্দেশ দিলেও সোনালী ব্যাঙ্ক কর্তৃপক্ষ ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের চুক্তি অমান্য করে ২০২১ শে ফেব্রুয়ারি মাসে একটি নতুন সার্ভিস রুলস্ রিজার্ভ ব্যাঙ্কে জমা দেয়। সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন প্রতিবাদ করে। তা নিয়ে মামলা হয়। ইতিমধ্যে সোনালী ব্যাঙ্ক কর্তৃপক্ষ রিজার্ভ ব্যাঙ্কের নানা জরিমানার শিকার হয়েছে। শাহাবুদ্দিনের অভিযোগ, স্থানীয় কর্মচারীদের আইনসম্মত প্রাপ্য এবং ইউনিয়ন সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও বহু সুবিধা তারা জোর করে বন্ধ করে দিয়েছে সোনালী ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তাই তার বিরুদ্ধে তিনি সোচ্চার হন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct