সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং, আপনজন: সুন্দরবনের পরিবেশ কে বাঁচাতে নয়া উদ্যোগ গ্রহণ করলেন বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষারত্ন প্রাপ্ত প্রাক্তন শিক্ষক অমল নায়েক।সোমবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের আনন্দাবাদ গ্রামের ৫০ টি পরিবারের হাতে উন্নত প্রজাতির আমের চারা গাছ তুলে দেন।
উল্লেখ্য প্রতিনিয়ত সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস সহ গ্রাম এলাকা থেকে গাছের পরিমাণ অনেকাংশে কমতে শুরু করেছে।যারফলে বিশ্ব উষ্ণায়ণের কবলে পড়তে হচ্ছে। ঋতু ও জলবায়ু পরিবর্তন ঘটছে। এমন অশনি সংকেতের জন্য অক্সিজেনের মাত্রা কমছে।নদীতে লবণতা বাড়ছে। যাতে করে পরিবেশে অক্সিজেনের মাত্রা ঠিক থাকে এবং বৃক্ষছেদন না হয়,তারজন্য অভিনব উদ্যোগ গ্রহণ করে ফলের চারাগাছ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অমল বাবু। তিনি আরো বলেছেন,মূলত বাসন্তীর শিবগঞ্জ এর চম্পা মহিলা সমিতি ও কেয়ার আনলিমিটেড এর উদ্যোগে সোমবার ৫০ টি পরিবারের হাতে উন্নত মানের আমের চারাগাছ তুলে দেওয়া হয়েছে। এবং আগামী কয়েক দিনের মধ্যে আরো ১০০০ পরিবারের হাতে আমের চারাগাছ তুলে দেওয়া হবে পাশাপাশি সমগ্র সুন্দরবন জুড়ে উন্নত প্রজাতির আমের চারাগাছ বিতরণ করা হবে। মূলত ফলের গাছ কেটে ফেলার আগে কয়েক বার চিন্তা করতে বাধ্য হবেন সেই ব্যক্তি। কারণ ফলন্ত গাছ সহজে কেটে ফেলতে চাইবেন না। আর এই কারণেই উন্নত মানের আমের চারাগাছ বিতরণ করা হয়েছে। একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে,তেমনই অক্সিজেনের ও ঘাটতি পূরণ হবে। প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকেও বাঁচা যাবে।’ সোমবার দুপুরে বাসন্তীর শিবগঞ্জে ফলের চারাগাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রাক্তন শিক্ষারত্ন শিক্ষক অমল নায়েক,কেয়ার আনলিমিটেড এর কর্ণধার সূর্যাশীষ গুপ্ত সহ অন্যান্যরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct