সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: স্বাধীনতা দিবসে ২১ চাকার বাহনে করে ৮০ ফুট লম্বা ও ৯ ফুট চওড়া জাতীয় পতাকা নিয়ে জিয়াগঞ্জ শহর পরিক্রমা করা হবে। জিয়াগঞ্জের এক বেসরকারি কম্পিউটার প্রশিক্ষণ সংস্থার পক্ষ থেকে প্রতিবছর স্বাধীনতা দিবসের দিন বিশেষ আকর্ষণ লক্ষ্য করা যায়। ২০১৬ এবং ২০১৭ সালে সাইকেল যাত্রা, ২০১৮ সালে ৪০০ মিটার লম্বা জাতীয় পতাকা হাতে পদযাত্রা, ২০১৯ সালের ৫০০ মিটার লম্বা জাতীয় পতাকা হাতে পদযাত্রা, ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ৭৫০ মিটার লম্বা জাতীয় পতাকা হাতে পদযাত্রা, ২০২৩ সালে ৮০০ মিটার লম্বা জাতীয় পতাকা হাতে পদযাত্রা করা হয়। এবছর ২১ চাকার বাহনের মাধ্যমে ৮০ ফুট লম্বা ও ৯ ফুট চওড়া জাতীয় পতাকা নিয়ে জিয়াগঞ্জ শহর পরিক্রমা করা হবে। মোট ৩৬ জন ছাত্র-ছাত্রী সেই বাহন পরিচালনা করবে। অন্যদিকে ২৫০ জন ছাত্রছাত্রীর হাতে থাকবে বড়ো মাপের জাতীয় পতাকা। প্রতিবারের মতো এবারও হাজারের অধিক বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীর পাশাপাশি স্থানীয় ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষ শহর পরিক্রমায় অংশগ্রহণ করবে বলে আশাবাদী সংস্থার কর্মকর্তারা। স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৭ টার সময় জিয়াগঞ্জ স্কুল পাড়ায় পতাকা উত্তোলনের পর পদযাত্রা শুরু করা হবে বলে জানিয়েছে উদ্যোক্তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct