নিজস্ব প্রতিবেদক, বহরমপুর, আপনজন: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়া মৃত্যুর ঘটনার প্রতিবাদে সোমবার বহরমপুরে পথে নামে ছাত্র-যুব সংগঠন PSU-RYF-NBMS। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী যৌন নির্যাতন করে খুন করা হয় ওই পড়ুয়াকে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই কর্মসূচিতে বহরমপুর ঋত্বিক সদন থেকে টেক্সটাইল মোড়ে বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল এবং অবস্থান বিক্ষোভ করেন সংগঠনের নেতাও কর্মীরা, এই কর্মসূচিতে জেলা সম্পাদক রুবেল শেখ, আর ওয়াই এফ এফ জেলা সম্পাদক এ কে এম হাসানুজ্জামান, নিখিল বঙ্গ মহিলা সংঘের জেলা সম্পাদিকা শেফালী কুড়ি ও মনোজিৎ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এই সভায় বক্তব্য রাখেন।
জেলা সম্পাদক রুবেল সেখ বলেন আর জি কেআর কর এর মহিলা চিকিৎসককে ধর্ষণ করেছে তার সঠিক তদন্ত করে দোষের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং যে রাজ্যে বাংলা নিজের মেয়েকে চাই বলে দাবি উঠে সে রাজ্যে মহতাদিন নিরাপত্তা কোথায় বলে প্রশ্ন তোলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct