সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: লালবাঁধ সংস্কারে বেহাল কলেজের নিকাশি ব্যবস্থা। জল জমে ভাসল ক্লাসরুম, জমে থাকা জলে পা ডুবিয়েই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে বাধ্য হল পরীক্ষার্থীরা, ক্ষোভ বিষ্ণুপুর রামানন্দ কলেজে ।
লালবাঁধের জল উপচে কিছুদিন আগেই প্লাবিত হয়েছিল লালবাঁধ লাগোয়া হেক্টরের পর হেক্টর কৃষিজমি। এবার দিঘি সংস্কারে জেরে বেহাল হয়ে পড়া নিকাশি ব্যবস্থার জেরে জলমগ্ন পড়ল বিষ্ণুপুর রামানন্দ কলেজ। কলেজ চত্বর ছাপিয়ে সেই জমা জল ঢুকে পড়ল কলেজের ক্লাসরুমেও। ক্লাসরুমের ভেতর জমা জলে পা ডুবিয়েই বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট স্তরের পরীক্ষা দিতে বাধ্য হলেন পড়ুয়ারা। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে এদিন ক্ষোভ ছড়িয়ে পড়ে পড়ুয়াদের মধ্যে। প্রয়োজনীয় ব্যবস্থার আস্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
বিষ্ণুপুরের ঐতিহাসিক দিঘি লালবাঁধ। বছর কয়েক আগে এই দিঘি সংস্কার করার পর সম্প্রতি দিঘির জলধারণ ক্ষমতা বৃদ্ধি করতে অতিরিক্ত জল বের করার নিকাশি নালার মুখে পাকা বাঁধ তৈরী করে দিঘির মাছ চাষীরা। আর এতেই বিপত্তি ঘটে। দিঘির জলস্তর বৃদ্ধি পেয়ে প্লাবিত হয় দিঘি লাগোয়া হেক্টরের পর হেক্টর কৃষি জমি।
সম্প্রতি এলাকার ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষোভ আছড়ে পড়ে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বেহাল নিকাশি ব্যবস্থার জেরে জল জমল দিঘি লাগোয়া রামানন্দ কলেজে। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল ভারী বৃষ্টির জেরে দিঘির জল রামানন্দ কলেজ চত্বরে জল জমতে শুরু করে। জল কলেজ চত্বর ছাপিয়ে ঢুকে পড়ে কলেজের একটি ক্লাসরুমে।
এদিকে রামানন্দ কলেজ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের জোনাল পরীক্ষাকেন্দ্র হওয়ায় স্থানাভাবে জলমগ্ন ওই ক্লাসরুমেও বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট স্তরের দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার পরীক্ষার আয়োজন করতে বাধ্য হয় কলেজ কর্তৃপক্ষ। এদিন জলমগ্ন ওই ক্লাসরুমে কার্যত জলে পা ডুবিয়েই পরীক্ষা দেন পরীক্ষার্থীরা। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা।কলেজ কর্তৃপক্ষের দাবী এতদিন কলেজের নিজস্ব নিকাশি ব্যবস্থার মাধ্যমে এই জল সটান পৌঁছে যেত লালবাঁধে। কিন্তু সেই দিঘি সংস্কারের সময় কলেজের নিকাশি নালা কার্যত বুজিয়ে ফেলা হয়। আর তাতেই ঘটে এই বিপত্তি। কলেজ কর্তৃপক্ষের আস্বাস পরীক্ষার দ্বিতীয়ার্ধের আগেই পাম্প দিয়ে জল বের করার ব্যবস্থা করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct