নুরুল ইসলাম, আগরতলা, আপনজন: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়নের অবিযোগ ওঠায় তার চরম নিন্দা করেছে ত্রিপুরা রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দ। এক বিবৃতিতে ত্রিপুরা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মুপতি তৈয়েবুর রহমান বলেছেন, ৫ আগস্ট ২০২৪ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর, সে দেশের সংখ্যালঘু সহ অন্যান্যদের উপর হামলার অভিযোগ উঠেছে। বিশেষভাবে কিছু পুলিশ কর্মীকে এবং সাংবাদিককে নৃশংসভাবে হত্যার অভিযোগও রয়েছে। বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দুদের বাড়ি ঘরে ঢুকে লুটপাট এবং অমি সংযোগের অভিযোগ উঠে আসছে। অভিযোগ রয়েছে কিছু মন্দিরে হামলার, যদিও সেখানকার সংখ্যাগুরু মুসলিম, মাদ্রাসার ছাত্র-ছাত্রী, এবং আলেমরা মাঠে নেমে সংখ্যালঘুদের বাড়িঘর এবং ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষায় সচেষ্ট হয়েছেন। কিন্তু তারপরও বিক্ষিপ্তভাবে স্বার্থান্বেষী মহলের দ্বারা সংখ্যালঘুদের উপর আক্রমণের অভিযোগ জারি রয়েছে বলে আমরা বিভিন্ন সংবাদমাধ্যমে দেখতে পাচ্ছি। আমরা ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা চাই বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত হোক। মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব আমাদের প্রতিবেশীদের সুখে-দুখে অংশীদার হওয়া এবং তাদের অধিকার সুনিশ্চিত করা। বাংলাদেশে মুসলিম সহ সমস্ত অংশের মানুষদের নিকট আমরা আহ্বান রাখছি, তাদের প্রতিবেশী সংখ্যালঘুদের নিরাপত্তা এবং অধিকার সুনিশ্চিত রাখার। আমরা চাই বাংলাদেশে একজন সংখ্যালঘু নাগরিক যাতে কোন ধরনের ধর্মীয় বিভেদ এবং হামলার শিকার না হন। একইভাবে আমরা গোটা বিশ্বের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবী করছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct