উম্মার সেখ, কান্দি, আপনজন: খানখন্দে ভরা রাস্তা, জল কাদা মাড়িয়ে স্কুলের ছাত্র ছাত্রী থেকে সাধারণ মানুষের যাতায়তে সমস্যায় পড়তে হয় কয়েক বছর ধরে। ভোটের আগে প্রতিশ্রুতি দিলেও মিলেনা রাস্তা মেরামতের কাজ। কান্দির গোকর্ণ বাজার থেকে ডাঙ্গাপাড়া পর্যন্ত প্রায় ৮ কিমি রাস্তার বেহাল দশা, প্রশাসনকে বারবার জানিয়ে কোনো সুরাহা হয়নি।
তাই বৃহস্প্রতিবার দুপুরে রাস্তা মেরামতের দবীতে কান্দি থানার কুমারষণ্ড অঞ্চলের গোকর্ণ থেকে ডাঙ্গাপাড়া ৮ কিমি রাস্তার বেহাল দশা, দীর্ঘ ১০ বছর ধরে রাস্তা মেরামত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা।
স্থানীয় বাসিন্দারা জানান কান্দির কুমারষণ্ড অঞ্চলের ২৭ টি গ্রামের প্রায় ৬০ থেকে ৭০ হাজার মানুষের একমাত্র রাস্তা । গোকর্ণ থেকে ডাঙ্গাপাড়া ৮ কিমি রাস্তা এতটাই খারাপ যে সাধারণ মানুষ থেকে ছাত্র ছাত্রীদের যাতায়াতে প্রচন্ড সমস্যা হয়।
প্রায় ১৫ টি প্রাথমিক বিদ্যালয় এবং দুটি হাইস্কুলের শত শত ছাত্র ছাত্রী এই রাস্তার জল কাদা মাড়িয়ে স্কুলে যেতে সমস্যায় পড়তে হয়। সবচেয়ে বড়ো সমস্যায় পড়তে হয় অসুস্থ রোগী থেকে গর্ভবতী মায়েদের হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে টোটেতে যাওয়ায় সময় মাঝে মধ্যেই বিপদে পড়তে হয় বলে জানিয়েছেন গ্রামবাসীরা।
কান্দির গোকর্ণ নওপাড়া গ্রামের বাসিন্দা মাসরাউল সেখ বলেন, ১০ আগে থেকে প্রতিদিন জলকাদা মেড়ে আমাদের যাতায়ত করতে হয়। যদিও ৫ বছর আগে একবার কোনো রকমে রিপিয়ারিং করা হলেও ৬ মাস যেতে না যেতেই পিচ উঠে পাথর বেরিয়ে গর্ত হয়ে যায়।
মাদারহাটি গ্রামের বাসিন্দা সারিউল সেখ বলেন, প্রাইমারী স্কুল থেকে হাইস্কুলের ছাত্র ছাত্রীরা সাইকেল কিংবা টোটোতে যাতায়ত করতে গিয়ে অনেক সমস্যায় পড়ে, কখনো বই কখনো বা স্কুলের পোষাক জল কাদায় নষ্ট হয়ে যায়।
বিজয়নগর গ্রামের বাসিন্দা সাইনদ্দীন সেখ বলেন,বাজার হাট, চাষ বাসের ফসল নেওয়ার সমস্যা তো আছেই , বড়ো সমস্যা হয় অসুস্থ রোগী, গর্ভবতী মায়েদের , এমন অনেকদিন আছে রাস্তা খারাপের জন্য টোটোর মধ্যেই সন্তান প্রসাব করতে হয়েছে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct