সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: মাঠের ফসল মাঠেই নষ্ট মাথায় হাত সোনামুখীর কৃষকদের, চিন্তায় রাতের ঘুম উড়েছে, জলে পঁচে যাওয়া সবজি জমি দিয়ে বেরোচ্ছে দুর্গন্ধ । বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের সমিতিমানা, কেনেটি, উত্তর নিত্যানন্দপুর, পান্ডে পাড়া এই গ্রামগুলি রয়েছে দামোদর নদীর তীরে। এই এলাকায় অধিকাংশ মানুষ কৃষক তাদের প্রধান চাষ বিভিন্ন প্রকারের সবজি। ধান সহ এই মুহূর্তে জমিতে রয়েছে পটল, বরবটি, ঘি করলা, বেগুন এছাড়াও একাধিক সবজি। বিগত কয়েকদিন টানা বৃষ্টিপাত এবং দামোদর নদীর বন্যার জলে প্লাবিত হয়ে গিয়েছিল এই সবজির জমিগুলি। জল কমতেই এলাকায় কয়েকশো বিঘা সবজি এবং ধান পঁচে নষ্ট হয়ে যাচ্ছে দাবি কৃষকদের। পচা সবজির জমি দিয়ে বেরোচ্ছে দুর্গন্ধ। এখনো অধিকাংশ জমিতে হাটু জল। চরম সমস্যায় এলাকার কৃষকরা। কৃষকরা জানাচ্ছেন তাদের প্রধান জীবিকা এই সবজি চাষ, মহাজনের কাছে ঋণ নিয়ে তারা চাষ করে। সবজি বিক্রি করে মহাজনের ঋণ পরিশোধ, সংসার চালানো এবং পরবর্তী চাষের টাকা জমানো এসব কিছুই হয়ে থাকে এই চাষের উপর। এখন সমস্ত সবজি নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে কৃষকদের। তারা জানাচ্ছেন এই পরিস্থিতিতে এলাকার কৃষকরা সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন।
কৃষকদের সমস্যা নিয়ে বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ জানান বেশ কিছু জায়গায় জল জমে রয়েছে এই পরিস্থিতি স্বাভাবিক আসলেই কতখানি ক্ষতি হয়েছে কৃষকদের সেটা মেজারমেন্ট এর কাজ নিশ্চয়ই কৃষি দপ্তর থেকে করা হবে এবং সরকার সবসময় এনাদের পাশে থাকবেন ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct